ভাস্কর ঘোষ, রঘুনাথগঞ্জ, ২৬ ডিসেম্বরঃ- ডাকাতির আগেই ৭ জনের এক ডাকাত দলকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশ। সোমবার রাতে তাদের রঘুনাথগঞ্জ থানার খিদিরপুর গ্রামের মাঠের এক জঙ্গল থেকে পুলিশ গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মতি মিঞা, কালিম হোসেন, সাদ্দাম শেখ, পিয়ারুল শেখ, হাসসুর শেখ, গোলাম মোস্থফা ও ওয়াসিকুল শেখ। তাদের মধ্যে প্রথম জনের বাড়ি রঘুনাথগঞ্জ থানার সম্মতিনগর গ্রামে। দ্বিতীয় জনের বাড়ি রঘুনাথগঞ্জ থানার মঙ্গলজোন এলাকায়। তৃতীয় ও চতুর্থ জন ওই থানা এলাকায় বানিপুর গ্রামের বাসিন্দা। আর পঞ্চম জনের বাড়ি পাশ্ববর্তী সুতি থানার অরাঙ্গাবাদ এলাকায়। ধৃতদের কাছে থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও বেশ কয়েকটি ধারালো অস্ত্র পাওয়া গিয়েছে।
ধৃতরা ডাকাতির উদ্দেশ্যেই সেখানে জড়ো হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে তারা সাতজনে মিলে খিদিরপুর গ্রামের মাঠে এক জঙ্গলে বসে ডাকাতির ছক কষছিল। গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ সেখানে হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে।
রঘুনাথগঞ্জ থানার পুলিশ বলেন, তারা এলাকায় বড় ধরনের ডাকাতির জন্য ছক কষছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584