শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

ভোটের গরম আবহাওয়ার মধ্যে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে হঠাৎ গ্রামবাসীদের মধ্যে বাঘের আতঙ্ক।রাতের অন্ধকারে জমির মধ্যে শব্দ শুনে ঝোপের মাঝে টর্চের আলো ফেলতেই বাঘের মতন কি যেন একটা ঝোপের মধ্যে মিলিয়ে গেল,তারপর থেকেই এলাকায় বাঘের আতঙ্ক। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের তিলনা এলাকার বাসিন্দাদের মধ্যে।

বাঘের আতঙ্ক ছড়ায় শুক্রবার রাত্রি থেকে।গ্রামবাসীদের সূত্রে জানা গেছে তিলনা গ্রামের এক বাসিন্দা শুক্রবার রাত্রিতে বাড়ীর জমির পাশের ঝোপে একটি আওয়াজ শুনতে পান।আরও জানা গেছে এরপর ঐ বাসিন্দা বাড়ী থেকে টর্চ নিয়ে এসে ঝোপের মধ্যে আলো ফেলতেই লক্ষ্য করেন বাঘের মত কি যেন একটা প্রাণী ঝোপের মধ্যে অন্ধকারে মিলিয়ে গেল।
আরও পড়ুনঃ হিংস্র প্রানী ভেবে বাঘরোল পিটিয়ে হত্যার অভিযোগ

ঘটনার পর থেকে গ্রামবাসীরা বাঘের আতঙ্কে ভুগতে থাকে। আতঙ্ক আরও বাড়ে,যখন সকালবেলায় গ্রামবাসীরা ঐ ঝোপের পাশের জমিতে অপরিচিত একটি প্রাণীর পায়ের ছাপ দেখতে পান। এরপর থেকে ঐ এলাকার প্রচুর মানুষ বাঘের আতঙ্কে সকালবেলার অধিকাংশ সময় বাড়ীতেই কাটান।
যদিও এদিন বেলা বাড়ার সাথে সাথে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিষয়টি খতিয়ে দেখতে যান বালুরঘাট ফরেস্ট রেঞ্জের অফিসার আবদুর রাজ্জাক। পায়ের ছাপ পরীক্ষা করার পর এদিন ফরেস্ট অফিসার আবদুর রাজ্জাক জানিয়েছেন ভয়ের কিছু নেই। তিনি বলেন আমরা পায়ের ছাপগুলি দেখেছি,সেই ছাপগুলি বাঘের নয়,বাঘের মতন দেখতে বাঘরোল প্রজাতির এক প্রাণীর।এরপরেই আতঙ্ক মুক্ত হন গ্রামবাসীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584