পর্যটক টানতে সেজে উঠেছে গঙ্গারামপুর কালদিঘী পার্ক

0
136

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

kaldighi park| newsfront.co
সৌন্দর্যায়নের প্রস্তুতি। নিজস্ব চিত্র

দক্ষিণ দিনাজপুর জেলা ঐতিহাসিক সম্পদের ওপর দাঁড়িয়ে আছে। আর সে কথা কমবেশি সকলেই জানে। আর সেই ইতিহাস বিজাড়িত রাজা বানের স্ত্রী কালের নামে নামকরণ করা গঙ্গারামপুর শহরের কালদিঘী পার্ক  পুরসভার উদ্যোগে সেজে উঠছে। বিগত এক বছর ধরে খেটে খাওয়া মানুষদের হাতে তিলে তিলে গড়ে উঠছে দক্ষিণ দিনাজপুর জেলার কালদিঘী পার্ক।

waiting | newsfront.co
চলার অপেক্ষায়। নিজস্ব চিত্র

সুত্রের খবর চলতি বছরে পার্কের সৌন্দর্যায়নের জন্য দিঘীর পার ধরে তৈরি করা টয়ট্রেনটি চালু হবে। তাছাড়া পার্কের সৌন্দর্যকে পর্যটক ও অন্যান্যদের কাছে আকর্ষণীয় করে তুলতে দিঘীতে বোটিং এর ব্যবস্থা, পুরো পার্কের ভিতরে ল্যাম্প পোষ্ট, দিঘীর চারপাশে দেওয়াল তুলে পার্কটিকে সুরক্ষিত করা হচ্ছে। পুরো পার্কে ঘোরার জন্য টিকিট কেটে টয়ট্রেনটিতে ঘোরার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া, পার্কে শিশুদের জন্য দোলনা, স্লীপিং সহ আরো অন্যান্য খেলনার সামগ্রী বসানো হয়েছে। তথাকথিত ভাবে ইতিহাস বিজাড়িত গঙ্গারামপুর কালদিঘী পার্কের সৌন্দর্যায়নের জন্য আরো মানুষ ভিড় করবেন বলে আশাবাদী পুরকর্তৃপক্ষ।

playing | newsfront.co
খেলারচ্ছলে। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃবিশেষ ফ্যাশন শো নিয়ে হাজির দেবযানী ভট্টাচার্য

এছাড়াও দিঘীটির ঘাটকে নতুন করে তৈরি করে বেঁধে দেওয়া হয়েছে। তবে নতুন পার্কের সৌন্দর্যায়নের প্রতি কতটা আকর্ষিত হয় সেটা দেখবার। তবে এই শীতে পিকনিকের মরশুমে কালদিঘী পার্কে আবালবৃদ্ধবনিতরা ভিড় জমাচ্ছেন তা পার্কের সৌন্দর্যায়নের প্রতি আকৃষ্ট হয়ে এমনটা হচ্ছে বলে একাংশের দাবি। পাশাপাশি চলতি মাসে সরস্বতীপূজার আগের পার্কে প্রেমিকযুগলদের ভিড় বাড়বে তা বলাই বাহুল্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here