সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
বুলবুল ঘূর্ণিঝড়ের পর সাসজে গঙ্গাসাগর মেলা আসছে নতুন রূপে। এই নতুন রূপের নাম দেওয়া হয়েছে ‘ইকো ফ্রেন্ডস’। জানা গেছে, নতুন ভাবে গঙ্গাসাগর মেলা তীর্থযাত্রীদের সামনে তুলে ধরতে জেলা প্রশাসনের এই উদ্যোগ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাজ।
গঙ্গাসাগর বকখালি ডেভলপমেন্ট বোর্ড, সুন্দরবন বিষয়ক দফতর, পূর্ত দফতর, জেলা প্রশাসনের সহযোগে শুরু হয়েছে কাজ। বুলবুলের বিধংসী প্রভাব পড়েছে গঙ্গাসাগর দ্বীপের তিনটি অঞ্চলকে।
চলতি মাসের ৯ তারিখে ঘটে যাওয়া বুলবুল ঘূর্ণিঝড়ের দুঃস্বপ্ন আজও ভুলতে পারছেনা এলাকাবাসী। ক্ষতিগ্রস্ত সাগর ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত– গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত, ধসপাড়া ২ নং গ্রাম পঞ্চায়েত এবং ধবলাট গ্রাম পঞ্চায়েত।
আরও পড়ুনঃ মূর্তি ভাঙা দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ
সরকারি তথ্য অনুযায়ী এবারে সাগর ব্লকে কৃষি জমির ক্ষতির পরিমাণ ১৪৭৫০ হেক্টর, সবজি ক্ষেত নষ্ট হয়েছে ৪৫১ হেক্টর। এছাড়া অন্যান্য চাষে ক্ষতির পরিমাণ ৭৪০ হেক্টর। বুলবুল ঘূর্নিঝড়ে সম্পূর্ণ ঘর পড়েছে ৩৭৬৮ টি, অল্প ক্ষতিগ্রস্তের সংখ্যা ৭৩৫২ টি। বুলবুল ঘূর্নিঝড়ে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি সাগরদ্বীপে।
দুরাবস্থা কাটিয়ে উঠতে মরিয়া এলাকাবাসী। সে কারণে তৎপর জেলা প্রশাসন থেকে স্থানীয় প্রশাসন। গঙ্গাসাগর দ্বীপের বইমেলা শুরু ১০ ডিসেম্বর থেকে। গঙ্গাসাগর মেলা সরকারি ভাবে শুরু ৭ জানুয়ারি থেকে। মকর সংক্রান্তির স্নান ১৩ জানুয়ারির ভোরে। সব মিলিয়ে জোর কদমে চলছে কাজ। ইতিমধ্যে শতাধিক সাধু-সন্তুতি ভিড়েছে মেলা প্রাঙ্গনে।
আরও পড়ুনঃ ‘দিদিকে বলো’ ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোর সাগর, ঢেউ সাগর আর রুপ সাগর ক্ষতির মুখে পরেছে। ইলেকট্রিসিটি বিচ্ছিন্ন সাগরদ্বীপ ধীরে ধীরে ছন্দে ফিরছে। যোগাযোগ সুব্যবস্থা রাখতে সেচ দফতরের তরফে মুড়িগঙ্গায় চলছে ড্রেনিং কাজ। স্থায়ী-অস্থায়ী ঘাটগুলিতে জোর কদমে চলছে মেরামতির প্রস্তুতি।
মন্দিরের আশেপাশে ক্ষতি হওয়া দোকানপাটও সারানো হচ্ছে। কিন্তু এবার গঙ্গাসাগর মেলায় আত্মীয় সমাগম যেভাবে হওয়ার কথা, তা হবে না বলে মত এলাকাবাসীদের।
এবারে কুম্ভ মেলা নেই, সে কারণে আতঙ্ক কাটিয়ে মেলা সাজছে। তীর্থযাত্রী সমাগম হবে বলে মত গঙ্গাসাগর বকখালি ডেভলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান বম্কিম হাজরার। কয়েক দিনের মধ্যে আবার আগের মতো গঙ্গাসাগর ফিরবে বলে আশাবাদী গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত উপ-প্রধান হরিপদ মন্ডল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584