গঙ্গাসাগর মেলার প্রস্তুতি তুঙ্গে

0
106

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

হাতে আর মাত্র কয়েকটি দিন বাকী। তারপরই শুরু হবে গঙ্গাসাগর মেলা। করোনা আবহের মধ্য দিয়ে এবারে তীর্থ যাত্রীদের ভির জমা নিয়ে সংশয় তৈরী হয়েছে। ইতি মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেলাকে ছোটো করার নির্দেশ দিয়েছেন। তা সত্ত্বেও তীর্থ যাত্রীদের কথা মাথায় রেখে নিরাপত্তা আটোসাটো করা হচ্ছে গঙ্গা সাগর মেলা ঘিরে। কাকদ্বীপে সুন্দরবন পুলিশ জেলার এসপি বৈভব তেওয়ারী সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এবারের নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরেন।

temple | newsfront.co
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি। ছবিঃ বিভাস লোধ

গঙ্গাসাগর মেলায় যেতে গেলে দুটি দিক দিয়ে যেতে হবে তীর্থ যাত্রীদের,আট নম্বর ঘাট থেকে কচুবেড়িয়া ঘাট। অন্যদিকে নামখানা থেকে বেনুবন। দুদিকের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এবারে সমগ্র মেলা চত্ত্বরে থাকছে ১২ টি পুলিশ সেক্টর। ৭টি অতিরিক্ত সাব ইনস্পেক্টর,সিভিক ও অস্থায়ী হোমগার্ড সহ ১০ হাজার ৫০০ জন পুলিশ কর্মী। ৩ জন এডিজি,২জন আইজি,৩জন ডিআইজি এনারা থাকবেন মূল মেলা প্রাঙ্গণে। অপরাধ রোধে মেলায় থাকছে ২২ টি ভ্রাম্যমান দল,সুন্দরবন পুলিশ জেলার ৫০ জন পুলিশ কর্মী।

police officer  | newsfront.co
পুলিশ আধিকারিক। নিজস্ব চিত্র

এছাড়া থাকছে মেলা ঘিরে ট্র্যাফিক ব্যবস্থা। ৪৪ টি ভ্রাম্যমান মটর সাইকেল। ২০ টি আরটি মোবাইল,কলকাতা পুলিশের ৬টি ট্র্যাফিক সার্জেন্ট যারা টহল দেবে ১১৭ নং জাতীয় সড়কে। মোট ১০টি বাফার জোন করা হয়েছে। সেখানেও থাকছে নিরাপত্তা ব্যবস্থা। নথী পরিবহণের জন্য থাকছে ৩২০ জন জল প্রহরী, ১৭ টি পুলিশ লঞ্চ,৬ টি দ্রুত ইন্সপেক্টর নৌকা।

আরও পড়ুনঃ মেদিনীপুর সফরে সস্ত্রীক রাজ্যপাল

people | newsfront.co
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি। ছবিঃ বিভাস লোধ
preparation | newsfront.co
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি। ছবিঃ বিভাস লোধ

তীর্থ যাত্রীদের জন্যও ২০ টি পুলিশ সহায়তা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। ৩৬টি ওয়াচ টাওয়ার ,৬০ টি উচ্চ ক্ষমতা সম্পূর্ণ ম্যানপ্যাক। ২০ টি ড্রোন ক্যামেরা। ৮টি অ্যাণ্টি সাবোটেজ চেকিং দল,২টি বিডিডিএস দল,৬টি স্নপার ডগ ও সাগর সৈকতে ভ্রাম্যমান গাড়ি।

monk | newsfront.co
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি। ছবিঃ বিভাস লোধ
tourist | newsfront.co
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি। ছবিঃ বিভাস লোধ

আরও পড়ুনঃ দক্ষিণ দিনাজপুরে ভ্যাকসিন পরিকাঠামো পরিদর্শনে জেলাশাসক

কোভিড ব্যবস্থাপনায় থাকছে,কর্মরত পুলিশ কর্মীদের মাস্ক বিতরণ। স্বাস্থ্য বিভাগের সহায়তায় স্বাস্থ্য পরীক্ষা। পুলিশ কর্মীদের জন্য পুলিশি কোভিড ব্যবস্থা। প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে সেফ হোমে এবং কোয়ারান্টাইন সেন্টারে পুলিশকর্মী থাকবে বলেও জানাযায়। মেলা ছোটো হলেও ব্যবস্থায় কোন ঘাটতি নেই বলেই বোঝা যাচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here