ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
গ্রেফতারের একদিন পরেই পুলিশি এনকাউন্টারে নিহত কুখ্যাত দুষ্কৃতি বিকাশ দুবে।
জানা গেছে বিকাশ দুবেকে উজ্জইন থেকে কানপুর নিয়ে যাওয়ার পথে বারা এলাকায় কনভয়েয় একটি গাড়ি উল্টে যায়। তখন গাংস্টার বিকাশ পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায়। আহত অবস্থায় দুবেকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
Gangster Vikas Dubey killed in encounter when he tried to flee after road accident: IG, Kanpur Mohit Agarwal
— Press Trust of India (@PTI_News) July 10, 2020
কানপুরের ( ওয়েস্ট) এসপি সংবাদ সংস্থাকে জানান যে গাড়ি উল্টে যাওয়ার পর বিকাশ পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে আত্মসমর্পণ করার জন্য বললে সে উল্টে গুলি চালাতে শুরু করে। জবাবি হামলায় পুলিশ গুলি চালালে সে জখম হয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়।
গতকালই উত্তরপ্রদেশে আট পুলিশ খুনে অভিযুক্ত বিকাশ দুবেকে গ্রেফতার করা হয়। জানা গেছে মধ্যপ্রদেশের উজ্জয়িন মহাকাল মন্দিরে পুজো দিয়ে বেরোনোর সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
#WATCH Vikas Dubey attempted to flee by snatching pistol of the injured policemen after car overturned. Police tried to make him surrender, during which he fired at the policemen. He was injured in retaliatory firing by police. He was later rushed to the hospital: SP Kanpur West pic.twitter.com/ZajJVLNGBU
— ANI UP (@ANINewsUP) July 10, 2020
গত ২ রা জুলাই রাতে কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবের খোঁজে তল্লাশি চালাতে গিয়ে ১ ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সহ ৮ পুলিশকর্মী প্রাণ হারান উত্তরপ্রদেশের কানপুরে।
প্রাক্তন গ্রাম প্রধান ও জেলা পঞ্চায়েত সদস্য বিকাশ দুবের বিরুদ্ধে ৫৩ টি খুনের মামলা রয়েছে, তার খোঁজে তল্লাশি চালাতে গিয়ে সেই ভয়ানক হামলার সম্মুখীন হয় পুলিশ বাহিনী। মৃত্যু হয় ডেপুটি এসপি দেবেন্দ্র মিশ্র, একজন সাব ইন্সপেক্টর সহ ৮ পুলিশকর্মীর। ঘটনায় আরও ১২ পুলিশকর্মী আহত হন। দেশজুড়ে তোলপাড় হয়।
ঐ দুষ্কৃতির লুকিয়ে থাকার খবর পেয়ে কানপুর দেহাতের শিবলী থানা এলাকার বিকরু গ্রামে পুলিশ বাহিনী চারদিক ঘিরে ফেললে ৮-১০ জন দুষ্কৃতী এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।
প্রাক্তন গ্রাম প্রধান ও জেলা পঞ্চায়েত সদস্য বিকাশ দুবের বিরুদ্ধে ২০০১ সালে তৎকালীন উত্তর প্রদেশের মন্ত্রী সন্তোষ শুক্লা খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে ধরিয়ে দিতে পারলে ২৫ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছিল উত্তরপ্রদেশ পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584