নিজস্ব সংবাদদাতা, বিনোদন ডেস্কঃ
মুক্তি পেল সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবির প্রথম গান ‘ঢোলিড়া’। সুর দিয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি খোদ, গানের লিরিক্স লিখেছেন কুমার, গেয়েছেন জাহ্নবী শ্রীমঙ্ক এবং শৈল হাদা। কোরিওগ্রাফি করেছেন ক্রুতি মহেশ। ছবির মুখ্য চরিত্র গঙ্গুবাই থুড়ি আলিয়াকে এই গানে গুজরাটি ‘গরবা’ করতে দেখা গিয়েছে। সাদা শাড়ি, কপালে বড় লাল টিপ, চোখে মোটা কাজল পুরো অন্য বেশে ‘গঙ্গুবাই’ চরিত্রে অভিনয় এবং নাচের স্টেপে ইতিমধ্যেই দর্শকের মন জিতেছেন আলিয়া ভাট।
৬০ -এর দশকে ভারতের অন্যতম বৃহৎ পতিতালয় ‘কামাঠিপুরা’, সেখানকার সর্দারনি আলিয়া। গল্পটি ১৬ বছর বয়সী এক মেয়ের, যাকে মুম্বইয়ের বিখ্যাত যৌনপল্লি কামাঠিপুরায় বিক্রি করে দেয় তার প্রেমিক। এরপর সেই মেয়েই ওই পতিতালয়ের মালকিন এবং মুম্বইয়ের ডন হয়ে ওঠে। মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ডের সব খবর থাকত তাঁর নখদর্পনে। আগামী ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি।
ইনস্টাগ্রামে ভিডিওর লিঙ্ক শেয়ার করে আলিয়া লিখেছেন, ‘সঞ্জয় লীলা বনশালির গানে নাচতে পারার স্বপ্ন সত্যি হল।’
আরও পড়ুনঃ আসছে অক্ষয় কুমারের ‘পৃথ্বীরাজ’, বলিউডে ডেবিউ প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584