মাঠের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ স্থানীয়রা

0
41

মনিরুল হক, কোচবিহারঃ

স্বচ্ছ ভারত নির্মল বাংলার স্লোগানে মুখরিত হলেও, অস্বচ্ছতা নিয়ে বারবার প্রশ্ন ওঠে সর্বত্র। জঞ্জালের স্তূপ পড়ে থাকে বহু জায়গায়, তার ফলে ছড়ায় দূষণ। এই দৃশ্যই দেখা গেল কোচবিহার জেলার তুফানগঞ্জে।

garbage beside the field | newsfront.co
আবর্জনার স্তুপ।নিজস্ব চিত্র

এই শহরের প্রাণকেন্দ্র জেলখানা ময়দান। এ শহরের বহু মানুষের স্মৃতি বিজড়িত এই মাঠের পাশেই নোংরা আবর্জনা স্তূপ হয়ে আছে যা থেকে দুর্গন্ধ ও দূষণ ছাড়াচ্ছে। এই পথ দিয়ে বহু ছাত্র- ছাত্রী সহ সাধারণ মানুষ যাতায়াত করে প্রতিদিন। রাস্তার বেহাল দশা ও আবর্জনা স্তূপাকারে জমে থাকার কারণে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে পথচলতি বহু সাধারণ মানুষকে।

এ প্রসঙ্গে স্থানীয় পরিবহণ কর্মী অনন্ত সরকার বলেন,‘আমরা এই পথ দিয়েই সবসময় যাতায়াত করি। কিন্তু এখন সেটা কষ্টদায়ক হয়ে উঠেছে। এই আবর্জনা থেকে ছড়াচ্ছে রোগ জীবাণু।’

তুফানগঞ্জ ৮ নং ওয়ার্ডের নাগরিক তথা আইনজীবী কুশল গুহ রায় বলেন, ‘আবর্জনার কারণে পথটি যাতায়াতের অযোগ্য হয়ে পরেছে। দীর্ঘদিন পুরসভায় জানালেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। বৃষ্টি হলে হাঁটাচলা দায় হয়ে পড়ে।’

আরও পড়ুনঃ ফের ছেলেধরা সন্দেহে গণপিটুনি

এদিকে এই পথের বেহাল দশা হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। তবে এবিষয়ে তুফানগঞ্জ পুরসভার চেয়ারম্যান অনন্ত বর্মা বলেন, ‘জেলখানা ময়দানে একটি অডিটোরিয়াম নির্মাণের কাজ চলছে। তবে সেখানে আবর্জনার স্তূপ থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here