জলদাপাড়া ন্যাশনাল পার্কে আবর্জনা, প্রশ্ন উঠছে বন দফতরের ভূমিকা নিয়ে

0
114

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:

জলদাপাড়া ন্যাাশনাল পার্কের ভিতর আবর্জনা স্তুপ। মাদারিহাটে ৩১ নং জাতীয় সড়কের জলদাপাড়া ন্যা শনাল পার্কের জঙ্গলে বিভিন্ন জায়গায় আবর্জনা স্তুপ জমেছে। জলদাপাড়া ন্যাংশনাল পার্কে আবর্জনা ফেলা দণ্ডনীয় অপরাধ- এ কথা জানা সত্ত্বেও এলাকার কিছু মানুষ আবর্জনা ফেলে স্তুপ বানিয়ে ফেলেছে।

Garbage in the jaldapara national park | newsfront.co
নিজস্ব চিত্র

যেখানে আবর্জনা স্তুপ জমেছে তার ঢিল ছোঁড়া দূরত্বেই রেঞ্জ কার্যালয়, বীট কার্যালয় ও সহকারি বন্যেপ্রাণ আধিকারিক কার্যালয়। এছাড়াও রয়েছেন পাহাড়ে থাকা বনকর্মীরা। এসব থাকা সত্ত্বেও পার্কের ভিতর বিভিন্ন জায়গায় আবর্জনার স্তুপ জমছে কিভাবে, তাতে বন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

Garbage in the jaldapara national park | newsfront.co
নিজস্ব চিত্র

এই বিষয়ে জলদাপাড়া লজ ওনার্স আ্যসোসিয়েশন এর সভাপতি জওহরলাল সাহা জানান, “প্রতিবছর দেশ বিদেশ থেকে মানুষ আসেন জলদাপাড়া ন্যাশনাল পার্ক ঘুরতে। তাঁরা এসে যদি দেখেন পার্কের ভিতর স্তূপীকৃত নোংরা আবর্জনা, তাহলে এখান থেকে একটা বাজে ধারণা নিয়ে ফেরত যাবেন তাঁরা।”

Garbage in the jaldapara national park | newsfront.co
জওহরলাল সাহা। নিজস্ব চিত্র

তিনি আরও জানান, “নোংরা আবর্জনা প্লাসটিকের দরুন দূষণ ছড়াবে এবং এখানকার সবুজকে নষ্ট করবে এবং এতে বন্যপ্রাণীও ক্ষতিগ্রস্ত হবে। আমরা এর আগেও সমস্ত লজ ও হোটেল ব্যষবসায়ীদের কাছে আবেদন করেছিলাম জঙ্গলে নোংরা আবর্জনা যেন না ফেলা হয়। আবারও আমরা আবেদন করব সবার কাছে।”

আরও পড়ুনঃ আবর্জনাময় পিকনিক স্পট, হুঁশ নেই দিঘা উন্নয়ন পর্ষদের

Garbage in the jaldapara national park | newsfront.co
মণিশ কুমার যাদব। নিজস্ব চিত্র

এ বিষয়ে অতিরিক্ত বন্যরপ্রাণ আধিকারিক জলদাপাড়া মণিশ কুমার যাদব জানান, ” ন্যা শনাল পার্কে নোংরা আবর্জনা ফেলা দণ্ডনীয় অপরাধ।

এছাড়া এতে বন্যিপ্রাণের ক্ষতি হতে পারে, কারণ সেই নোংরা আবর্জনা বন্যজপ্রাণীরা খেয়ে নিলে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। যৌথ বন সুরক্ষা কমিটির সদস্যাদের নিয়ে আমরা সচেতনতা শিবির চালাব এবং নোংরা আবর্জনা পরিষ্কার করাও হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here