আবর্জনাময় পিকনিক স্পট, হুঁশ নেই দিঘা উন্নয়ন পর্ষদের

0
194

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

শীতের আবহাওয়া পড়তেই পূর্ব মেদিনীপুর জেলার দীঘার সৈকতে পিকনিক করতে আসছে রাজ্যসহ বিদেশের বহু পর্যটক। পিকনিক করতে এসে পিকনিক স্পট গুলির নোংরা আবর্জনা দুর্গন্ধে ভরা শোচনীয় অবস্থা দেখে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছেন সমস্ত পর্যটকরা।

permanent picnic spot | newsfront.co
নিজস্ব চিত্র

আবার কিছুদিন পরে পিকনিকের ভরা মরসুম আসছে অথচ দীঘা উন্নয়ন পর্ষদের কোনো হেলদোল নেই।

permanent picnic spot | newsfront.co
বন্ধ পার্মানেন্ট পিকনিক স্পট। নিজস্ব চিত্র

পার্মানেন্ট পিকনিক স্পট দীর্ঘ দিন ধরে বন্ধ করে রাখা হয়েছে আবার কয়েকটি পিকনিক করার জায়গায় বহুতল নির্মান চলছে।

আরও পড়ুনঃ নজর শুধু চোলাইয়ে, বিপদজনক নেশায় বিপন্ন কৈশর-যৌবন, নিরব প্রশাসন

permanent picnic spot | newsfront.co
নিজস্ব চিত্র

অধিকাংশ পিকনিক করার জায়গায় বালিয়াড়ি ঝাউ জঙ্গল উধাও করে দোকান ঘর তৈরি করা হয়েছে। এখন মাত্র একটি পিকনিক স্পট হিসেবে রয়েছে সেটির অবস্থাও খুবই করুন। দীঘা পর্যটন কেন্দ্রে বেশিরভাগ মানুষ পিকনিক করতে আসেন অথচ সেই বালিয়াড়ি ঘেরা ঝাউবনের মধ্যে পিকনিক করার মজা নিতে বাধার সম্মুখীন পর্যটকগন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here