মেয়েকে খুনের অভিযোগে অভিযুক্ত বাবাকে দুইদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ, গড়বেতা আদালতের

0
34

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

মেয়েকে খুনের অভিযোগে অভিযুক্ত বাবাকে দুইদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা আদালত। উল্লেখ করা যায় যে রবিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের সাতবাঁকুড়া এলাকায় নাড়ুগোপাল মাঝি নামে এক ব্যক্তি তার নাবালিকা মেয়েকে পিটিয়ে মেরে দেয় বলে অভিযোগ।

court | newsfront.co
নিজস্ব চিত্র

সেই সঙ্গে বস্তায় ভর্তি করে মৃতদেহ লোপাটের চেষ্টাও করে। ওই নাবালিকা নবম শ্রেণীর ছাত্রী ছিল। সে তার প্রতিবেশী এক যুবকের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে। যার ফলে ওই নাবালিকা দু মাসের অন্তঃসত্ত্বা হয়ে যায়। তাই তার পরিবার বিষয়টি কিছুতেই মেনে নিতে পারেনি। নাড়ুগোপাল মাঝির বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার আমলাশুলি লাগুয়া গোলবান্দি গ্রামে।

আরও পড়ুনঃ ১০ কেজি গাঁজা সহ দুই যুবককে গ্রেফতার করলো ঘোকসাডাঙ্গা থানার পুলিশ

ওই নাবালিকাকে নিয়ে তার মা চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়ায় তার পিসির বাড়ি এসেছিল। তার পিসির বাড়িতে এসেই রবিবার তার বাবা তাকে মেরে ফেলে বলে অভিযোগ। পুলিশ প্রথমে নাড়ুগোপাল মাঝিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে, তারপর সোমবার নাড়ুগোপাল মাঝিকে পুলিশ গ্রেফতার করে। মঙ্গলবার মেয়েকে খুনের অভিযোগে ধৃত নাড়ুগোপাল মাঝিকে গড়বেতা আদালতে তোলা হয়। গড়বেতা আদালতের ভারপ্রাপ্ত বিচারক নাড়ুগোপাল মাঝিকে দুই দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here