শ্যামল রায় নবদ্বীপঃ
নবদ্বীপ পৌরসভার শ্রী চৈতন্য কলোনিতে গ্যাস সিলিন্ডার ফেটে ক্ষতিগ্রস্ত বাড়ির একাংশ। রান্নাঘর সহ নষ্ট হয়েছে ব্যবসায়িক সরঞ্জাম। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত আটটা নাগাদ শ্রী চৈতন্য কলোনির বাসিন্দা গোপাল রাজবংশীর বাড়িতে।
বাড়ির দুজন সামান্য আহত হন। প্রাথমিক চিকিৎসার পর তাদের নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বাড়ির মালিক গোপাল রাজবংশী জানিয়েছেন, রাতে হঠাৎ গ্যাস সিলিন্ডার ফেটে যায়।
আরও পড়ুনঃ পান ব্যবসায় ক্ষতি, হতাশ চাষীরা
বিকট আওয়াজ হয় এবং আগুন ধরে রান্নাঘর সমেত ব্যবসায়ীক সরঞ্জাম সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভাতে সাহায্য করে।
নবদ্বীপ পৌরসভার স্থানীয় কাউন্সিলর সুকুমার রাজবংশী ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদারকি করেন। তিনি নবদ্বীপ পৌরসভা চেয়ারম্যান বিমান কৃষ্ণসারকে জানান। তিনি আশ্বস্ত করেন, ওই ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়াবেন এবং সাহায্য করবেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584