নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ
করোনায় কাবু পুরো দেশ, তার উপর লকডাউন। কেমন আছেন সোনাগাছির যৌন পাড়া? কেমনভাবে দিন কাটে সেখানকার যৌন কর্মীদের এই অসহায় সময়ে? এই করোনাকালে তাদের জীবনযাত্রার খবর নিল ‘গৌরী ফাউন্ডেশন’। গৌরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অঙ্কিত দাস।
করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য নানা বিধিনিষেধের কথা বলা হয়। দেওয়া হয় মেডিসিন, স্যানিটাইজার, মাস্ক। রেশন এবং খাবার দেওয়া হয় যৌন কর্মীদের। আগামী সপ্তাহে আরও কিছু ত্রিপল, চাল, ডাল, মাস্ক, স্যানিটাইজার দেবে বলে মনস্থির করেছেন অঙ্কিত দাস। অঙ্কিতের পাশে ছিলেন বন্ধু সৌম্যজিত আদক, নিকিতা ধামিজা, সগুফতা রেহমান।
আরও পড়ুনঃ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি কান্দিতে
সোনাগাছির যৌন কর্মীদের নানা সতর্ক বার্তা দেন ডাক্তার ডি আশিস। করোনাকালে কীভাবে নিজেদের করোনা রোগ থেকে প্রতিরক্ষা করবে, সেই নিয়ে নানা প্রকার গাইডলাইন দেন ডাক্তার ডি আশিস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584