ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:
মঙ্গলবার বেঙ্গালুরুর রাজা রাজেশ্বরী এলাকায় নিজের বাড়ির সামনে খুন হলেন সাংবাদিক তথা সমাজকর্মী গৌরী লঙ্কেশ। রাজারাজেশ্বরী নগরের বাড়ির সামনে হাঁটছিলেন গৌরী লঙ্কেশ। বাড়ির সদর খুলে ভিতরে ঢুকেও পড়ছিলেন। এমনই সময় বছর পঞ্চান্নর গৌরীকে খুব কাছ থেকে পরপর গুলি করা হয়। পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে চারটি কার্তুজের খোল মিলেছে। একটি গুলি গৌরীর কপালকে এফোঁড় ওফোঁড় করে দেয়।
ধর্মীয় শান্তিস্থাপনের জন্য কাজ করত এমন কিছু সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন। তাঁর প্রকাশ করা ট্যাবলয়েড ‘লঙ্কেশ পত্রিকে’-র লেখা নিয়ে বিস্তর বিতর্কও হত।
বহুবার হিন্দুত্ববাদীদের কড়া চোখ রাঙানির সামনেও পড়তে হয়েছিল গৌরী লঙ্কেশকে। তাঁকে হিন্দু বিরোধী বলেও কেউ কেউ অ্যাখ্যা দিয়েছিল। হিন্দুত্ববাদী রাজনীতির প্রবল সমালোচক ছিলেন গৌরী।
হামলার প্রবল নিন্দা করেছেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি। এই প্রসঙ্গে তিনি ঘুরিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন। তাঁর প্রশ্ন, কে এদেশে ঘৃণা, হিংসা, অসহিষ্ণুতার পরিবেশ সৃষ্টি করেছে?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584