নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
ভারতীয় দলে তাকে বাদ দেওয়ার জবাব ব্যাট হাতেই দিলেন সঞ্জু স্যামসন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাঁর ৩২ বলে তাঁর ৭৪ রানের ইনিংসই রাজস্থান রয়্যালসকে জেতানোর ক্ষেত্রে বড় ভূমিকা নেয়।
অতীতে তাঁর কোহলির দলে জায়গা পাওয়া নিয়ে সরব হন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান গৌতম গম্ভীর।
It’s weird that the only playing eleven Sanju Samson doesn’t find a place is that of India, rest almost everyone is ready for him with open arms @rajasthanroyals @IPL @BCCI
— Gautam Gambhir (@GautamGambhir) September 22, 2020
এদিনও গম্ভীর তাঁর পাশে দাঁড়িয়ে টুইট করে জানান, “দেশের সেরা উইকেটকিপার ব্যাটসম্যানই শুধু নয়, সঞ্জু স্যামসন দেশের সেরা প্রতিশ্রুতিবান ব্যাটসম্যানও। এটাই অবাক করার যে একমাত্র ভারতীয় দলেই ও জায়গা পায় না। বাকি সবাই কিন্তু ওকে দু’হাত তুলে স্বাগত জানায়।”
আরও পড়ুনঃ সৌরভকে নিয়ে সাফাই দিলেন আইয়ার
ঋষভ পান্থকে অতিরিক্ত সুযোগ দেওয়া হয়, সঞ্জু রান করলেও তাকে নেওয়া হয় না বলে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে এক হাত নিয়েছিলেন গম্ভীর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584