অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ফের ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী ও ক্যাপ্টেন বিরাট কোহলিকে এক হাত নিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর, অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগেই শুরু হয়েছে রোহিত শর্মা বিতর্ক। আইপিএল ফাইনাল খেললেও জাতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যেতে পারেননি হিটম্যান।
তার বদলে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন রোহিত। অস্ট্রেলিয়ায় ভারত অধিনায়ক বিরাট কোহলিকে জানান, রোহিতকে নিয়ে সঠিক তথ্য তাঁর কাছে নেই। দেশের অনেক ক্রিকেটপ্রেমীর মত কোহলির এই মন্তব্য মেনে নিতে পারছেন না গৌতম গম্ভীর।
আরও পড়ুনঃ রোমাঞ্চকর ম্যাচ জিতে লজ্জা থেকে বাঁচলো টিম বিরাট
তিনি এক সাক্ষাৎকারে বলেন, সাংবাদিক সম্মেলনে রোহিত নিয়ে প্রশ্ন করায় অধিনায়ক বলছেন, তিনি জানেন না। এটা দুর্ভাগ্যজনক। বিরাট দলের অধিনায়ক। কিন্তু এই বিষয়ে আরও তিনজন নিজেদের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। হেড কোচ, নির্বাচক প্রধান ও দলের হেড ফিজিও।
আরও পড়ুনঃ সচিনের রেকর্ড ভেঙে সব থেকে দ্রুত বারো হাজার রানের মালিক বিরাট
কোচ রবি শাস্ত্রীর উচিত রোহিত নিয়ে বিরাট কোহলিকে সমস্ত তথ্য জানানো। এই গোটা পর্বে সবার মধ্যে যোগাযোগের একটা ভারসাম্য থাকা উচিত সেটা নেই দেখে অবাক হলাম আমি শাস্ত্রী পুরো ব্যাপারটাকে নষ্ট করছে বিরাটও কিছু বলছে না।“
প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান ভি ভি এস লক্ষণও অবাক দলে সমন্বয় অভাব দেখে। আগামী ১১ ডিসেম্বর ফিটনেস টেস্ট রোহিতের তারপরই বোঝা যাবে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাবেন কি না রোহিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584