নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
কে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক, সৌরভের গঙ্গোপাধ্যায় না মহেন্দ্র সিং ধোনি। যতই তর্ক বিতর্ক থাকুক এই বিষয় নিয়ে। ভারতের দুই ভিন্ন সময় বিশ্বকাপ জেতা ব্যাটসম্যান কৃষ্ণমাচারি শ্রীকান্ত ও গৌতম গম্ভীর কিন্তু এগিয়ে রাখছেন ধোনিকেই।
সৌরভের থেকে ধোনি যে সাফল্য বেশি পেয়েছে শুধু সেই কারণে নয়, তার সঙ্গে রয়েছে অনিল কুম্বলে ফ্যাক্টরও। এক সাক্ষাৎকারে গম্ভীর বলেন, ‘সৌরভের হাতে ছিল কুম্বলে আর হরভজন সিং। সেখানে ধোনি শুধু পেয়েছিল হরভজনকে। ওকে দ্বিতীয় স্পিনার খুঁজতে হয়েছে। অশ্বিনকে ধোনি নিয়ে এসেছে। কুম্বলেকে সেরা সময় পাইনি তাই আমি এগিয়ে রাখবো ধোনি কে।‘
আরও পড়ুনঃ হোল্ডারদের জয়ে গর্বিত লারা, ভিভ
অন্যদিকে কৃষ্ণমাচারি শ্রীকান্ত বলেন, ‘খুব কঠিন ব্যাপার দুজনের তুলনা করা। সৌরভ ২০০১ সালে ভারতীয় ক্রিকেটে নতুন সকাল এনেছিল অস্ট্রেলিয়া কে হারিয়ে।
ওর সুবিধা ছিল সেরা ফর্ম যখন কুম্বলের ছিল ওকে যেমন পেরেছে ব্যবহার করেছে। ধোনি কুম্বলের সুবিধা পাই নি। তাছাড়া ধোনি তো রেকর্ড বুকে সৌরভের থেকে এগিয়ে।‘
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584