পর্যটক টানতে জঙ্গলমহলে গৌতম,দিলেন পুজোও

0
102

কার্ত্তিক গুহ,ঝাড়গ্রামঃ

gautam in the Jangalmahal to pull tourists
পরিদর্শন।নিজস্ব চিত্র
gautam in the Jangalmahal to pull tourists
নিবেদন।নিজস্ব চিত্র

প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর ঘন সবুজ অরণ্য আর নদী পাহাড়ে ঘেরা জঙ্গলমহল।এক কথায় পর্যটনের তীর্থভূমি জঙ্গলমহল।পাহাড় নদী খাল শাল-মহুলের হাতছানি জঙ্গলমহলকে আরও সুন্দরী করে তুলেছে।সেই সুন্দরের মাঝখানে উঁকি দেয় কংসাবতি সুবর্ণরেখা ডুলুং।পর্যটনের একেবারে আদর্শ স্থান। বাংলা এমনকি বিদেশীরাও ভিড় জমান জঙ্গল মহলের সৌন্দর্য উপভোগ করতে।কিন্তু পরিকাঠামোগত নানা কারনেএই স্থান এতদিন বঞ্চনা আর অবহেলার শিকার হয়ে এসেছে। কিন্তু রাজ্যের বর্তমান সরকার এখানকার পর্যটনকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে। তারই অঙ্গ হিসেবে জঙ্গলমহল সফরে এসেছেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।বৃহস্পতিবার ঝাড়গ্রামে আসেন পর্যটনমন্ত্রী গৌতম দেব,রাত্রিবাস করেন ঝাড়গ্রাম রাজবাড়ির টুরিষ্ট কমপ্লেক্সে।শুক্রবার মন্ত্রী গৌতম দেব ঝাড়গ্রাম জেলার বেশ কয়েকটি দ্রষ্টব্য স্থান ঘুরে দেখেন।যার মধ্যে ছিল গোপীবল্লভপুরের হাতিবাড়ি রামেশ্বর মন্দির ও তপোবন ঝিল্লি পাখিরালয়।এদিন তাঁর সঙ্গে ছিলেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েষা রানী,জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্ত,ঝাড়গ্রাম মহকুমাশাসক সুবর্ন রায়।শুক্রবার গৌতম দেব ঘুরে দেখেন জঙ্গল মহলের অপরূপ সৌন্দর্য্য।প্রথমেই গোপীবল্লভপুরের রামেশ্বর মন্দির গর্ভগৃহে ঢুকে পুজো দেন মন্ত্রী গৌতম দেব এবং মন্দির প্রাঙ্গন ও রামেশ্বর মন্দির ঘুরে দেখেন এছাড়াও পর্যটকদের সুবিধার্থে পর্যটন দফতরের ওয়েবসাইট তুলে ধরার কথা বলেন। এরপর মন্ত্রী তপোবনে যান তপোবনের খালের উপরে কাঠের ব্রীজটিকে শক্তপোক্ত করার কথা বলেন। মন্দিরের ভিতরে জলাশয়টিকে সুন্দর ভাবে তৈরী করার কথা বলেন।নয়াগ্রামের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরেন্দ্রনাথ পতিকে মন্ত্রী জানান যে,এই স্থানটি বন দফতরের আওতাধীন এখানে সাজানো গোছানোর ইচ্ছা থাকলেও আমাদের কোন উপায় নেই।মন্ত্রী জেলাশাসক কে বলেন আপনি সমস্ত তথ্য আমাকে পাঠান আমি বনদফতরের সচিব ইন্দিবর পান্ডের সঙ্গে কথা বলব।এত সুন্দর এলাকাকে কিভাবে সাজানো যায় দেখছি।এরপরে মন্ত্রী হাতিবাড়ী আর ঝিল্লি পাখিরালয় ঘুরে দেখেন এবং জানান পর্যটকরা যাতে প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করতে পারেন তার জন্য বেশ কিছু পরিকল্পনা গ্রহন করা হয়েছে।পর্যটনস্থান গুলির রক্ষণাবেক্ষণ ও গাইড হিসেবে নিয়োগ করা হবে স্থানীয় আদিবাসী যুবকদের। ফলে পর্যটনের পাশাপাশি,এলাকায় কর্মসংস্থানও তৈরি হবে।

gautam in the Jangalmahal to pull tourists
নিজস্ব চিত্র

আরও পড়ুন: ব্যাঙ্ক ধর্মঘটে নাজেহাল সুন্দরবন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here