নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
করোনার জেরে দুর্বল হয়ে পড়েছে বিশ্বের অর্থনীতি। সংক্রমণ রুখতে দীর্ঘদিন ধরে লকডাউন চলার কারণেই বিশ্বের অর্থনীতির আজ এই হাল। ১৮৭০ সালের পর বিশ্ব অর্থনীতিতে এত বড় আঘাত আসেনি বলে নিজেদের রিপোর্টে জানিয়েছে বিশ্ব ব্যাঙ্ক।
এই বছর করোনা মহামারীর জেরে বিশ্ব অর্থনীতি ৫.২ শতাংশ সংকুচিত হবে বলে জানিয়েছে তাঁরা। এটি গত আশি বছরের মধ্যে সবচেয়ে ভয়ানক রিসেশন।
আরও পড়ুনঃ রূপান্তরকাম বিরোধী টুইট, নেট দুনিয়ায় সমালোচিত জেকে রাউলিং
বিশ্বব্যাঙ্কের পূর্বাভাস অনুযায়ী, এই সংকটের ক্ষত অনেকদিন টিকে থাকবে। করোনা যদি ফের দ্বিতীয় বার ফিরে আসে, তাহলে বিশ্ব অর্থনীতির পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না।
তাতে পরিস্থিতি আরও খারাপ হবে। এই বছর এত অর্থ সঙ্কটের মধ্যেও একমাত্র চিনেই ইতিবাচক বৃদ্ধি হবে বলে বিশ্ব ব্যাঙ্কের পূর্বাভাস। চিনে ১ শতাংশ হারে বাড়বে জিডিপি।
অন্যদিকে আমেরিকায় জিডিপি সংকুচিত হবে ৬.১ শতাংশ, ইউরোজোনে ৯.১ শতাংশ নেতিবাচক বৃদ্ধি দেখা যাবে। ভারতের জিডিপির নেতিবাচক বৃদ্ধি হবে ৩.২ শতাংশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584