এবিটিএ ও এবিপিটিএ জেলা কমিটির যৌথ উদ্যোগে সাধারণ সভায় আয়োজন

0
140

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

General meeting of abta and abpta
অদিতি দাস রানা(উদ্যোক্তা)। নিজস্ব চিত্র

সপ্তদশ লোকসভা নির্বাচন প্রেক্ষাপটে সংসদের বামপন্থীদের শক্তিবৃদ্ধির আহ্বানে সাধারণ সভার আয়োজন করা হলো।শনিবার এবিটিএ ও এবিপিটিএ জেলা কমিটির যৌথ উদ্যোগে সাধারণ সভা পশ্চিম মেদিনীপুরের বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠে অনুষ্ঠিত হয়।

General meeting of abta and abpta
দেবাশীষ সরকার। নিজস্ব চিত্র

সাধারণ সভায় নিখিল বঙ্গীয় শিক্ষক সমিতির জেলা সম্পাদক সৌমেন মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন দেবাশীষ সরকার ও কবি মন্দাক্রান্তা সেন।

General meeting of abta and abpta
মন্দাক্রান্তা সেন,কবি। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কাঁথিতে হিন্দু সংগঠনের রামনবমীর মিছিল

General meeting of abta and abpta
সৌমেন মণ্ডল(নিখিল বঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক)। নিজস্ব চিত্র

বর্তমান সমাজে দৈনন্দিন জীবনে যন্ত্রণা ও তা থেকে উত্তোরনের পথ কিভাবে খুঁজে পাওয়া যাবে তা নিয়ে এদিন আলোচনা হয়।এই সভায় প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here