হরষিৎ সিংহ, মালদা:-
পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে প্রার্থী বাছাইকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠির মধ্যে চললো গুলির লড়াই। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল সাধারণ নিরীহ এক পথচারীর। ঘটনাটি ঘটেছে, সোমবার রাতে কালিয়াচক থানার বামনগ্রাম মুসিমপুর গ্রাম পঞ্চায়েতের জোলা কান্দিপাড়া এলাকায়।পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম মিজানুর রহমান। বাড়ি কালিয়াচক থানার জোলা কান্দিপাড়ায়।
সোমবার রাতে বামনগ্রাম মুসিমপুর গ্রাম পঞ্চায়েতের জোলা কান্দিপাড়া এলাকায় স্থানীয় একটি স্কুলে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে তৃণমূলের দলীয় মিটিং চলছিল। সেখানেই তৃণমূলের দুই গোষ্ঠির মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
সেই সময় সাইকেল করে বাড়ি ফিরছিল মিজানুর রহমান নামে এক যুবক। তিনি পেশায় প্যান্ডেল মিস্ত্রি। বাড়ি ফেরার সময় হঠাৎ একটি গুলি বিঁধে যায় তার মাথায়। আশঙ্কাজনক অবস্থায় পরিজনেরা তাকে উদ্ধার করে রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে রেফার করা হয় কলকাতা। সেখানে নিয়ে যাওয়ার পথে সুজাপুর এর কাছে মৃত্যু হয় তার।
পুলিশ এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে কে বা কারা গুলি করলো তা জানতে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বামনগ্রাম মুসিমপুর এলাকায়।ঘটনায় কালিয়াচক থানায় তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মৃত যুবকের পরিবার ।যদিও তৃণমূলের কোন নেতা এই বিষয়ে মুখ খুলতে চাননি। ঘটনায় কালিয়াচক থানার পুলিশ তদন্তে নেমে সুখতারুল আলম নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করে।
জেলা পুলিশ সুপার অর্নব ঘোষ বলেন, “এটা কোন রাজনৈতিক সংঘর্ষ নয়।অভিযোগের ভিত্তিতে এক জনকে গ্রেফতার করা হয়েছে।বাকীদের খোজে তদন্ত চলছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584