সিএএ-র বিরোধিতায় ৮ই জানুয়ারি সাধারণ ধর্মঘটের ডাক ট্রেড ইউনিয়নের

0
53

মনিরুল হক, কোচবিহারঃ

 

নাগরিক সংশোধনী আইন বাতিল সহ ১৫ দফা দাবীর ভিত্তিতে কোচবিহারে বিক্ষোভ দেখাল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনসমূহ। মঙ্গলবার এই দাবি সমন্বিত একটি স্মারকলিপি জেলাশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে পাঠান তারা।

general strike | newsfront.co
নিজস্ব চিত্র

তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের তালবাহানায় বেশকিছু কারখানা বন্ধ হয়ে যাওয়ার মুখে। এই সরকার শ্রমিক মারার নীতি গ্রহণ করেছে গোটা দেশে। একের পর এক কারখানা বন্ধ হয়ে শ্রমিকরা বেকার হলেও  সরকারের কোনো হেলদোল নেই। তাঁরা বিভিন্ন কলকারখানা গুলিকে বন্ধ করে দেবার চক্রান্ত করেছে।এই সবের বিরুদ্ধে আগামী ৮ জানুয়ারি গোটা দেশজুড়ে  ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন ফেডারেশনের পক্ষ থেকে ২৪ ঘণ্টার সাধারন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ‘কেন মুসলিমদেরও অন্তর্ভুক্ত করা হল না?’ সিএএ নিয়ে প্রশ্ন নেতাজি পৌত্রর

এবিষয়ে কোচবিহার জেলা সিআইটিইউয়ের সম্পাদক জগৎজ্যোতি দত্ত বলেন, আমাদের বিভিন্ন দাবি-দাবার ভিত্তিতে একটি স্মারকলিপি আজ জেলাশাসককে দিলাম। কেন্দ্রীয় সরকার এনআরসি ও সিএএ-র নামে ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা করছে। জেলা তথা দেশজুড়ে বেকারের কর্মসংস্থান নেই, শ্রমিকের কলকারখানা বন্ধ হয়ে পড়ায় তাঁরা দিশেহারা হয়ে পড়েছে। তাই আমরা আগামী ৮ জানুয়ারি ২৪ ঘণ্টা সাধারন ধর্মঘটের ডাক দিয়েছি। যদি দ্রুত এই অবস্থার সঠিক সমাধান না হয় তবে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here