সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
কলেজ ছাত্রীকে কুপ্রস্তাব শিক্ষকের।গড়িয়ার পাঁচপোতা এলাকার নেতাজী সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের ঘটনা।ঘটনার প্রকাশ এই যে,প্রথমবর্ষের এক ছাত্রীকে ওই কলেজেরই অধ্যাপক দেবাংশু রায় চৌধুরী হোয়াটসঅ্যাপে অশ্লীল কুপ্রস্তাব দেয় এমনকি ওই শিক্ষক নিজের যৌনাঙ্গের ছবি তুলে ছাত্রীকে পাঠায়।এর পূর্বেও একাধিক ছাত্রীকে এই ধরনের অশালীন প্রস্তাব শিক্ষক দিয়েছেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুই ছাত্রী গতকাল রাত্রে নরেন্দ্রপুর থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।অভিযুক্তর বিরুদ্ধে পুলিশ শ্লীলতাহানি ও আই টি অ্যাক্টে মামলা রজু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপে বাড়ল অ্যাডমিনদের ক্ষমতা
এই ঘটনাই গতকাল থেকেই কলেজে উত্তেজনা ছিল।ছাত্ররা অভিযুক্ত শিক্ষকের চ্যাটের প্রিণ্ট আউট করে কলেজ গেটে ঝুলিয়ে দেয়।দফায় দফায় কলেজ কর্তৃপক্ষের সাথে পড়ুয়াদের আলোচনা হলেও কোন সমাধান সূত্র বের হয় নি।
এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা কোন মন্তব্য করতে রাজি হননি।অভিযোগকারী ছাত্রী বলেছেন,ওই শিক্ষক রাত বিরেতে অশালীন মেসেজ করে।গোপনাঙ্গের ছবি পাঠানো থেকে বিভিন্ন জায়গায় রাত কাটানোর কুপ্রস্তাবও দেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584