নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
নদীয়া থেকে সাইকেল চেপে কোচবিহারে বাড়ি ফেরার পথে আটক কুড়ি জন পরিযায়ী শিল্পী। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের ফালাকাটা- কোচবিহার সীমান্তবর্তী এলাকার ঘটনা। জানা যায়, নদিয়া থেকে কিছু তাঁতিরা সাইকেলে চেপে গন্তব্যে ফেরার পথে, নাকা পয়েন্টের কাছে এই পরিযায়ী শিল্পীদের আটক করে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ।
তবে তাদের সকলেরই বাড়ি কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে। আটক শিল্পীরা প্রত্যেকেই তাঁতের কাজ করেন।
তবে তাঁরা এক সাথে প্রায় ৩০০ জনের মতো শ্রমিক মিলে সাইকেলে চেপে নদীয়া জেলা থেকে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ।
আরও পড়ুনঃ করোনা আবহে মুম্বাই থেকে মৃতদেহ দাহ করতে আনা হলো বহরমপুরে
রাস্তা দিয়ে আসার সময় কুড়ি ও পঁচিশ জনের একটি দল তৈরি করে, তারা সাইকেলে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর তাদের আসার পথেই রাস্তায় কয়েকবার তাঁরা পুলিশ প্রশাসনের বাধার মুখেতেও পড়ে। যদিও সেই বাধা পেরিয়ে, ফালাকাটা পার হবার সময় তাদেরকে পথ আটকে দেয়,নাকা পয়েন্টের কোচবিহার সীমান্তবর্তী এলাকায় ঘোকসাডাঙ্গা থানার পুলিশ ।
তবে এ বিষয়ে আটক এক তাঁত শিল্পী বাসুদেব বর্মন জানান, “তারা গত চারদিন আগে সাইকেলে চেপে রওনা দিয়েছে। তবে এই মুহুর্তে তাদের কাছে টাকা পয়সা এবং খাবার-দাবার কিছুই নেই। তাই তারা দু’দিন যাবত অনাহারে থেকে, বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। আর যাবার পথেই তাদেরকে আটক করে পুলিশ।” তবে শিল্পীদেরকে আটক করে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584