নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বাংলাদেশের বিশিষ্ট সংগীত শিল্পী সুস্মিতা আনিস সম্পর্কে প্রবাদপ্রতিম সংগীতশিল্পী ফিরোজা বেগমের ভাইঝি। কলকাতার প্রখ্যাত সুরকার জয় সরকার লকডাউনে নিয়ে এলেন নতুন গান “ঘুম হতে চাই”।
গানের সুরে সুরে রয়েছে লকডাউনের এই একঘেয়েমি থেকে মুক্তির স্বাদ। সুস্মিতা আনিসের নতুন মিউজিক ভিডিও প্রকাশ পেল ১৭ জুলাই। কলেজে পড়া এক তরুণ জুটির স্নিগ্ধ ভালোবাসার গল্প রয়েছে এই গানে। মিউজিক ভিডিওর দৃশ্যগুলো মনে করাবে প্রাক-লকডাউন সময়ের নস্টালজিয়া আর সেই রোজকারের সাধারণ জীবনের উত্তেজনার কথা।
“ঘুম হতে চাই” গানটি অ্যালবাম ‘চেনা শহর’-এর। গানের সুরে রয়েছে ছন্দের জাদু। তনিম রহমান অংশুর পরিচালনায় মিউজিক ভিডিওটিতে প্রতিফলন ঘটে কলকাতার টুকরো, টুকরো ছবির।
আরও পড়ুনঃ ডিপ্রেশন কমাতে হাজির ইনস্ট্রুমেন্টাল ফিউশন
একটি মেয়ে (কৌশাম্বি চক্রবর্তী) নিশ্চিত নয় যে ছেলেটিকে সে ভালোবাসে সেই ছেলেটি তাকে ভালোবাসে কিনা! ছেলেটা (আদিল সুলতান) তার ভালোবাসা ফিরিয়ে দেয়। মেয়েটি তার গানে তার মনের কথা প্রকাশ করে, “আমি যখন তোমাকে দেখি, তখন আমি সবকিছু ভুলে যাই… আমি তোমার চোখে ঘুম হতে চাই।” কৌশাম্বিকে ‘মুখোশের আড়ালে’ ধারাবাহিকে দেখেছেন দর্শক।
গানটির গীতিকার সুহৃদ সুফিয়ান, সুর করেছেন কলকাতার বিশিষ্ট সুরকার জয় সরকার, আর প্রকাশিত হল প্যারাডিজম কোম্পানির অধীনে।
আরও পড়ুনঃ শেষ হল ‘ত্রিনয়নী’র শুটিং, মন ভাল করতে লুক চেঞ্জ শুতি দাসের
সুস্মিতা আনিস বললেন, “আমরা সকলেই আজ লকডাউনের জন্যে গৃহবন্দি। অনেক প্রিয়জনকেই আজকাল কাছে পাওয়া যায় না। এই দুর্দিনে ভাল থাকার আশা আমাদের বাঁচিয়ে রাখে। আশা করি ভাল দিন আসবে এবং আমরা আবার সাধারণ জীবন শুরু করতে পারব। আমি আশা করি “ঘুম হতে চাই” গানটি শ্রোতাদের তাদের প্রিয়জনের সঙ্গে কাটানো ভালো মুহূর্ত গুলো মনে করাবে।” জয় সরকার বলেন- “আশা করি এই নতুন গানটি সবার ভালো লাগবে। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584