বন্ধ থাকছে ক্যানিংয়ের ঘুটিয়ারী শরীফের উরুশ মেলা

0
191

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের ঘুটিয়ারী শরীফের গাজী বাবার মাজার আগামী ২ আগস্ট ও ৩ আগস্ট পবিত্র উরুশ মেলার যাবতীয় অনুষ্ঠান বন্ধ রাখার আবেদন জানান বারুইপুর জেলা পুলিশ। বর্তমানে ক্যানিং রেড জোনে। দিনের পর দিন ক্যানিং মহকুমায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ফলে বিভিন্ন এলাকায় চলছে লকডাউন।

mashjid | newsfront.co
নিজস্ব চিত্র

এদিকে বৃহস্পতিবার বারুইপুরের পুলিশ জেলা তথা ঘুটিয়ারী শরীফ পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে জানানো হয় যে, বর্তমানে করোনা ভাইরাস বাহিত রোগের কারণে কোন রকম জনসমাবেশ সকলের বিপদ ডেকে আনতে পারে। তাই আগামী ১৭ শ্রাবণ অর্থাৎ ২ আগস্ট রবিবার ও ৩ আগস্ট সোমবার ঘুটিয়ারী শরীফের পবিত্র উরুশ মেলার যাবতীয় অনুষ্ঠান বন্ধ থাকবে। অযথা উক্ত দিনে ঘরের বাইরে কেউ যেন না বের হয়। অথবা মাজার সংলগ্ন এলাকায় কোন রকম জমায়েত যেন না করে। যদি কেউ করে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাজার সংলগ্ন সমস্ত দোকানপাটও বন্ধ থাকবে এই দিন।

Ghutiari Sharif | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ হাসপাতালের আধিক্যই দক্ষিণ-পূর্ব শহরতলিতে সংক্রমণ বৃদ্ধির কারনঃ আলাপন

আদেশ অমান্যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রতিবছর এই দিনে এই মেলাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধর্মের হাজার হাজার মানুষের সমাগম ঘটে। কিন্তু করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকছে ঘুটিয়ারী শরীফের পবিত্র উরুশ মেলা। বারুইপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু বলেন ঘুটিয়ারী শরীফ মেলা কমিটির সঙ্গে আলোচনা করেই আগামী ২ আগস্ট রবিবার ও সোমবার পবিত্র উরুশ মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

masjid | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কোন কোন বিষয়ে ছাড় থাকছে সম্পূর্ণ লকডাউনে?

ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল বলেন “দিনের পর দিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে ক্যানিং মহকুমা জুড়ে। তাই গাজীবাবা মেলা কমিটির সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয় এ বছর ঘুটিয়ারী শরীফের উরুশ মেলা বন্ধ রাখার।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here