শিব শংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
পুজোর আগে বালুরঘাট পৌরসভার উপহার, বিদ্যুৎ চালিত একটি গাড়ি দক্ষিন দিনাজপুর জেলা হাসপাতালে প্রদান করা হল আজ।পৌর পিতা রজেনশিল জানান আনুমানিক তিন লক্ষ টাকার উপরে খরচ করা হয় এই বিদ্যুৎ চালিত গাড়ির পেছনে জানান।এই গাড়িটি পুরাতন হাসপাতালে ইমারজেন্সি ওয়ার্ড থেকে বর্তমানে দশ তলা বিলডিং এ রোগীদের পৌঁছে দেবার জন্য ব্যাবহার করা হবে।তিনি এও জানান সম্পূর্ণ বিনামূল্য এই গাড়ি যেকোনো প্রকার রোগীরা ব্যবহার করতে পারবেন দিবা রাত্রি এই পরিষেবা পাওয়া যাবে জেলা হাসপাতলে।
আজ তার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সাংসদ অর্পিতা ঘোষ তিনি জানান গাড়িটি পুজোর উপহার স্বরূপ পেলো জেলা বাসী।বহু দিন ধরে পুরাতন বিল্ডিং থেকে রোগী কে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যেতে সমস্যায় পড়তে হয় রোগীর পরিবার কে তাই এই সমস্যা লাঘব করতে পৌরসভা কে জানাতেই তারা পুজোর আগেই জনসাধারনের উদ্দেশ্যে এই ব্যাটারি চালিত গাড়িটি দেয়।আজ থেকে সিএমওএইচ সুকুমার দে ও হসপিটাল সুপার তপন দে সহ সাংসদ অর্পিতা ঘোষ ও পৌরসভার চেয়ারম্যান রাজেন শীল এই গাড়িটির শুভ উদ্বোধন করেন।
আরও পড়ুনঃ তিন মায়ের পুজো
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584