পিয়ালী দাস, বীরভূমঃ আগামী ২৫মে বর্তমান বিশ্বভারতীর আচার্য তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে আসছেন। সেই জন্য একদিকে যেমন নিরাপত্তা নিয়ে আলোচনা চলছে তেমনি আলোচনা চলছে উপহার তৈরী নিয়েও।
কেন্দ্রীয় এই বিশ্বভারতী শিক্ষা-সংস্কৃত চর্চার অন্যতম ক্ষেত্র। তাই উপহারে রাখতে হবে কিছু বিশেষত্ব। সে কথা মাথায়রেখে শনিবার বিশ্বভারতী রবীন্দ্রভবনের উদ্যোগে সঙ্গীত ভবনে ৯টি গানের রেকর্ডিং হল। রবীন্দ্রভবন সূত্রে জানান হয়েছে , এই গানগুলির মধ্যেথেকেই নির্বাচিত গান নিয়ে তিনটি পৃথক সিডি বানিয়ে সেগুলি ‘স্মারক’ হিসাবে তাদের হাতে তুলে দেওয়া হবে।
বিশ্বভারতীর সঙ্গীতভবনের রবীন্দ্রসঙ্গীত অধ্যাপিকা স্বস্তিকা মুখোপাধ্যায় তত্ত্বাবধানে এ দিন বিকেল তিনটে নাগাদ গানের রেকর্ড শুরু হয়। চলে সন্ধ্যা সাড়ে ছ টা পযর্ন্ত। সঙ্গীত ভবনের পরুয়ারায় গান গেয়েছেন। এর বিশেষত্ব হল, এই দেশের পাশাপাশি বাংলাদেশের পরুয়ারাও আছে। এতে দুই দেশের মৈত্রী আরো দৃঢ় হবে বলেই মনেকরছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। শনিবার যে গানগুলো রেকর্ড হয়েছে সেই গানগুলো হলো- ‘আনন্দোলোকে মঙ্গোলালোকে’, ‘আগুনের পরশমণি’, ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’, ‘আমার সোনার বাংলা’, ‘ধনধান্য পুষ্পভরা’, ‘ত্বমী স্বরানাং’, ‘বিশ্ববিদ্যা তীর্থ প্রাঙ্গণ’, ‘আমাদের শান্তিনিকেতন’, ‘ভুবনজোড়া আসনখানি’। এছাড়াও ‘সংগচ্ছধ্বং সংবদধ্বং’, ও ‘জনগণমন অধিনায়ক’ এই গানদুটিয় রেকর্ড হবার কথা। এগুলোর মধ্যে থেকে নির্বাচিত গান নিয়ে সিডি বানানো হবে। রবীন্দ্রভবনের অধ্যাপিকা স্বস্তিকা মুখপাধ্যায় বলেন, “বাজার থেকে উপহার কিনে তো দেওয়ায় যায় । কিন্তু এটা তাদের কাছে একদম অন্যরকম উপহার হতে চলছে”। গান রেকর্ড করে উচ্ছ্বসিত পড়ুয়ারাও।
ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন বলেন, “বিশ্বভারতীর অধ্যাপক অধ্যাপিকা, কর্মী,ও পড়ুয়া দের মধ্যে যে সৃজনশীলতা আছে তার কিছু নমুনা বিশ্বভারতীর আচার্য, বাংলাদেশের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হাতে আমরা তুলেদিতে চাই। তার প্রস্তুতি চলছে”।
ফিচার ছবি সংগৃহীত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584