কংগ্রেস প্রার্থীকে জিন্নার সমর্থক বলে বিতর্কে গিরিরাজ সিং

0
84

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বিহার নির্বাচনের প্রাক্কালে, বিতর্কিত মন্তব্যের জন্য কুখ্যাত কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং আবার শিরোনামে। বেগুসরাইয়ের বিজেপি সাংসদ গিরিরাজ সিংয়ের এবারের নিশানা কংগ্রেসের প্রার্থী মাশকুর উসমানি।

Giriraj Singh | newsfront.co
গিরিরাজ সিং

দ্বারভাঙার জালে বিধানসভা কেন্দ্রের প্রার্থীকে মহম্মদ আলি জিন্নার সমর্থক বলে মন্তব্য গিরিরাজের। তাঁর বিতর্কিত মন্তব্য মহাজোটের এই নেতা পাকিস্তানের জনক জিন্নার অনুগামী। আরেক কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই আবার বিতর্ক তৈরি করলেন গিরিরাজ সিং।

নিজের নির্বাচনী অফিসে বসে তিনি সাংবাদিকদের বলেন, মহাজোটের উচিত উসমানিকে প্রার্থী করা নিয়ে দ্বিতীয়বার চিন্তা করা। একজন জিন্নার সমর্থককে কিভাবে প্রার্থী করে কংগ্রেস? তাহলে তো এবার দেশদ্রোহিতার অভিযোগে ধৃত শারজিল ইমাম ও মহাজোটের তারকা প্রচারক হতে পারে!

আরও পড়ুনঃ সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ আদালতের

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদ সভাপতি উসমানি দ্বারভাঙার বাসিন্দা। উসমানির বিরুদ্ধে আলিগড়ে ২০১৯ সালে দেশদ্রোহিতার অভিযোগে মামলা হয়। বিশ্ববিদ্যালয় চত্ত্বরে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পরে প্রমাণ হয় সেইসময় দিল্লিতে ছিলেন উসমানি।

২০১৮ সালে ছাত্র সংসদের অফিস থেকে জিন্নার ছবি সরানো নিয়ে সেই সময় হুলুস্থুল হয় আলিগড় বিশ্ববিদ্যালয়ে। উসমানি এবং তাঁর সঙ্গীদের দেশদ্রোহী তকমা দিয়ে জিন্নার ছবি সরানোর জন্য দাবি জানান বিজেপি সাংসদ।

আরও পড়ুনঃ আইনি বিপাকে মিঠুন পুত্র মিমো, স্ত্রী যোগিতা বালি

উসমানির বক্তব্য ছিল, জিন্না বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য এবং তাঁকে ছাত্র সংসদের সাম্মানিক সদস্যপদ দেওয়া হয়েছে।

গিরিরাজ সিংয়ের বিতর্কিত মন্তব্যের পাল্টা দিয়েছে কংগ্রেসও। উসমানি যদি দোষী হয় তাহলে কেন্দ্র তাঁকে শাস্তি দিক বলে দাবি কংগ্রেসের। তারা কোনওমতেই উন্নয়নের ইস্যু থেকে মানুষের নজর ঘোরানোর সুযোগ করে ধরবে না বিজেপিকে।

বিহার প্রদেশ কংগ্রেসের মুখপাত্র রাজেশ রাঠোর বলেন যে, অপ্রাসঙ্গিক মন্তব্য করা লোকদের তাঁরা একেবারেই গুরুত্ব দিতে চান না। করোনা পরিস্থিতিতে মন্ত্রী গিরিরাজ সিং ছ’ মাস একেবারে চুপ করে ছিলেন। তিনি আরো বলেন যে, তাঁদের প্রার্থী দোষী সাব্যস্ত ও হননি, তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার প্রমাণ ও পাওয়া যায়নি। কেন্দ্রে তো বিজেপি ক্ষমতায়, তারা বরং কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে মামলা করুক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here