ফালাকাটায় জওয়ানদের উদ্যোগে কন্যা সন্তানের সুরক্ষা বিষয়ক কর্মসূচি

0
72

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

Girl Child Protection Program
নিজস্ব চিত্র

সমাজের সর্বস্তরে কন্যা সন্তানের সুরক্ষার বার্তা পৌছে দিতে সিমলাবাড়ি ফালাকাটা ৫৩ নং এস,এস,বির ব্যাটেলিয়ানের উদ্যোগে এবং কলকাতা সং এন্ড ম্যাজিক ডিভিশনের  সহযোগিতায় মঙ্গলবার মাদারিহাট বীরপাড়া ব্লকের লংকাপাড়া ও টোটো পাড়ায় পৃথক ভাবে অনুষ্ঠিত হল “বেটি বাঁচাও বেটি পড়াও” কর্মসূচী।

Girl Child Protection Program 2
নিজস্ব চিত্র

মূলত কন্যা সন্তানের সুরক্ষা,শিক্ষা ইত্যাদি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করে জন সাধারন কে সচেতন করা হয়।এছাড়া গান ও ম্যাজিক শো করা হয়।

আরও পড়ুনঃ রায়গঞ্জের কর্নজোড়ায় সৌর পথবাতি প্রতিস্থাপন প্রকল্পের সূচনা

এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন এস,এস,বির ৫৩ নং ব্যটেলিয়নের ডেপুটি কমান্ডেন্ট শশী শেখর শিং,লংকা পাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সুজাতা মংগর ছেত্রী।অপর দিকে টোটো পাড়াতে উপস্থিত ছিলেন টোটো পাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান আশা বোমজান।ছিলেন এস,এস,বির আধিকারিক, ছাত্র,শিক্ষক ও গ্রামবাসী গণ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here