আলিপুরদুয়ার জেলা হাসপাতালে সফল জটিল অস্ত্রোপচারে জীবন ফিরে পেল বালিকা

0
51

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

Girl got back life by successful complex surgeries
নিজস্ব চিত্র

আবারও নজির গড়ল আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতাল।শিশুর মাথা থেকে জটিল অপারেশন করে ৫ ইঞ্চি লোহার পেরেক বের করেছেন চিকিৎসক পবিত্র রায়।

Girl got back life by successful complex surgeries
নিজস্ব চিত্র

জানা গেছে,আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার ময়নাবাড়ি এলাকায়।সেখান থেকে এক আদিবাসি বালিকা শনিবার দুপুরের দিকে মাথায় পেরেক ঢোকা অবস্থায় আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে আসে। কিন্তু মেয়েটির পারিবার অর্থনৈতিক ভাবে অত্যন্ত অনগ্রসর।সেই কারনে বিকল্প কিছু ভাবতে হয় চিকিৎসকদের বলে জানিয়েছেন আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের সুপার চিন্ময় বর্মন।দশ বছরের বালিকার মাথার থেকে পাঁচ ইঞ্চি লোহার পেরেক বের করেছেন চিকিৎসক পবিত্র রায়।এই ধরনের অপারেশন আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের ইতিহাসে এই প্রথম বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Girl got back life by successful complex surgeries
নিজস্ব চিত্র

শনিবারই আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালেই হয় এই অপারেশন। আপাতত সুস্থ মারিয়ানি মুন্ডা তিরকে।তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সিসিইউতে ভর্তি রাখা হয়েছে।

তবে ঠিক কিভাবে পেরেক মেয়েটির মাথায় ঢুকে গেল সেই বিষয়ে এখনই পরিষ্কার করে কিছু জানা যায়নি। আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের শল্য চিকিৎসক পবিত্র রায় বলেন, “চিকিৎসাবিজ্ঞানে এই অপারেশনকে ‘এওয়াক ক্র্যানিওটমি’ বলে।অপারেশন সফল।আশাকরি কোন অসুবিধে হবেনা মেয়েটির।ও সুস্থ হয়ে উঠবে।আপাতত আমাদের অধিনেই চিকিৎসারত মেয়েটি।”

আরও পড়ুনঃ সফল অস্ত্রোপচারে তিন বছর পর রুগী ফিরে পেল পা

এদিকে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের সুপার চিন্ময় বর্মন বলেন, “ চিকিৎসক পবিত্র রায় আমাকে সাহস দেন।আমিও তাকে সাহস দিয়ে বলি আপনি চাইলে এখানেই এই অপারেশন করতে পারেন। কিন্তু যা হয়েছে তা আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের ইতিহাসে আগে কোন দিন হয়নি।আপাতত মেয়েটি হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here