আজহার হুসেইন, কাশ্মীর:
কোয়ারেন্টাইনে থাকা লোকজনের করোনা টেস্টের রেজাল্ট আসতে দেরি হওয়ার অভিযোগে শুক্রবার কোয়ারেন্টাইন সেন্টারে অশান্তি ছড়িয়ে পড়ে কাশ্মীরের বুদগাম জেলার নাগাম চাদুরা এলাকায়।
এক প্রত্যক্ষদর্শী জানান যে ঐ কোয়ারেন্টাইন সেন্টারের বাইরে কোয়ারেন্টাইনে থাকা লোকজনের আত্মীয়-স্বজন জমায়েত হয়ে অভিযোগ জানাতে শুরু করে যে ১২ই মে উধমপুরে নমুনা সংগ্রহ করলেও এখনও পরীক্ষার রেজাল্ট আসেনি। জমায়াত বাড়তে শুরু করলে পুলিশ তাদের সরানোর চেষ্টা করে। তার মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় ১৯ বছরের এক তরুণী গুরুতরভাবে আহত হয়েছে বলে অভিযোগ।
ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়,তাতে এক পুলিশ কর্মীকে তাড়িয়ে যেতে ও গালিগালাজ করতে দেখা গেছে।
অন্যদিকে পুলিশের বক্তব্য দুস্কৃতিরা কোয়রেন্টাইন সেন্টারে গন্ডোগোল পাকানোর চেষ্টা করলে তাদের শান্তিপূর্ণ ভাবে সরিয়ে দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584