নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ

বছর ন’য়ের এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠলো তিন নাবালকের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানা এলাকার নতুনগ্রামে।এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।ঐ নাবালিকার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে খবর,চতুর্থ শ্রেণীর ঐ ছাত্রী বন্ধুদের সঙ্গে তাদের স্কুলে সরস্বতী পুজা উপলক্ষ্যে উপস্থিত ছিল।সেই সময় অভিযুক্ত তিন জন ঐ ছাত্রীকে স্কুলের ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।এই ঘটনার কথা নিগৃহিতা ছাত্রী বাড়িতে এসে এই কথা জানালে পরিবারের তরফে জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুনঃ ছাত্রী ধর্ষণ কান্ডে ধৃত দুই অভিযুক্তকে মেদিনীপুর আদলতে পেশ
পুলিশ শনিবার রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।পুলিশের পক্ষ থেকে গ্রেফতার করে রবিবার বাঁকুড়া জুভেনাইল আদালতে তুলছে।পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584