ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
‘আজাদি কি অমৃত মহোৎসব’ – দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন লালকেল্লা থেকে বেশ কিছু নতুন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। তার মধ্যে উল্লেখযোগ্য একটি ঘোষণা, এবার থেকে সৈনিক স্কুলে পড়তে পারবেন মেয়েরাও। প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন সকল দেশবাসী।
লালকেল্লায় প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করার সময় বায়ুসেনার হেলিকপ্টার থেকে আকাশপথে তাঁর উপর পুষ্পবৃষ্টি করা হয়। এরপরই দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আর্মি স্কুলে এতদিন কেবল ছেলেরাই ভর্তি হতে পারত। ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য বয়সসীমা ছিল ১০ থেকে ১১ বছর। এবং নবম শ্রেণীতে ভর্তি হতে পারত ১৩-১৪ বছরের ছেলেরা। এবার বদলাবে সেই নিয়ম, একই সঙ্গে ভর্তি হতে পারবেন মেয়েরাও।
আরও পড়ুনঃ কমল দৈনিক সংক্রমণ ও অ্যাকটিভ কেস, একদিনে মৃত্যু ৫০০- র কম
লালকেল্লা থেকে এদিন প্রধানমন্ত্রী বলেন, অসংখ্য ছাত্রীরা তাঁর কাছে অনুরোধ জানিয়েছেন যে তাঁরাও সৈনিক স্কুলে পড়তে চান। তাঁদের সেই স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। প্রধানমন্ত্রী বলেন, সমাজের সব ক্ষেত্রে নারীদের অধিকার যাতে সুনিশ্চিত করা যায় সেই লক্ষ্যেই কাজ করছে সরকার।তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে দেশের সমস্ত সৈনিক স্কুলে মেয়েরাও এবার থেকে পড়তে পারবেন, স্বপ্ন পূরণ হবে তাঁদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584