জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার ছাতিনাকান্দি তাতিপাড়া এলাকায় শুক্রবার সন্ধ্যায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো এক কিশোরী।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরীর নাম সাথী মন্ডল, একাদশ শ্রেণির ছাত্রী। শুক্রবার স্কুল থেকে বাড়ি ফিরে এসে পরিবারের সদস্যদের সঙ্গে সেভাবে কোন কথা বলে না। এরপর শুক্রবার সন্ধ্যায় সকলের চোখের আড়ালে নিজের ঘরে ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে সাথী মন্ডল। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা সাথীকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে তড়িঘড়ি তাকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কান্দি মহকুমা হাসপাতালের চিকিৎসকরা তার চিকিৎসা শুরু করে।
যদিও হাসপাতালে আনার ঘণ্টা ক্ষনিকের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাথী মন্ডলের। তবে কি কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল সাথী মন্ডল তা এখনও অজানা পরিবারের কাছে। কান্দি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ছাতিনাকান্দি তাতিপাড়া এলাকাজুড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584