কবির হোসেন, মুর্শিদাবাদঃ
মাধ্যমিক পরীক্ষায় সালার ব্লকের স্কুলগুলিতে ছেলেদের টেক্কা দিল মেয়েরা। এবছর মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষায় পাসের হারে যেখানে ছেলেদের থেকে মেয়েরা পিছিয়ে সেখানে অনেকটাই উল্টো পুরান সালার ব্লকের স্কুলগুলিতে এখানে মেয়েরা টেক্কা দিয়েছে ছেলেদের। কান্দরা মালিহাটি হাই স্কুলের অমৃতা সাহা পেয়েছে ৬৪৮, মুনতাসির রহমান ৬৫০ পেয়েছে। মসুন্ডা হাইস্কুলের মাহমুদা সুলতানা পেয়েছে ৬৪৮।দক্ষিণখন্ড মহাত্মাজী বিদ্যাপীঠ-এর প্রেরণা রক্ষিত ৬৭০ পেয়েছে। এলাকার সরকার অনুমোদিত স্কুল গুলিতে প্রথম তিনজন মেয়ে। সালার কে কে গার্লসের তাহসিনা ইয়াসমিন তার প্রাপ্ত নম্বর ৬৫০, কাগ্রাম অমরনাথ হাইস্কুলের সাফিনুর খাতুন তার প্রাপ্ত নম্বর ৬৪৪ ও বনদিযাবাদ রাজ স্কুলের সৌমি ঘোষ-এর প্রাপ্ত নাম্বার ৬৩৫। টেয়া শান্তি সুধা বিদ্যামন্দিরের দেবোপ্রিয়া দত্ত পেয়েছে ৬১৭ । মোসোডা হাই স্কুলের জামিল আক্তার৬৫২ পেয়েছে।
এলাকায় ছেলেদের মধ্যে প্রথম হয়েছে উজুনিয়া আল আমিন মিশনে ছাত্র পারভেজ হোসেন তার প্রাপ্ত নম্বর ৬৬৮। ভবিষ্যতে ডাক্তার হতে চাই পারভেজ হোসেন ।আর্থিক ও পারিবারিক সমস্যা জর্জরিত এই ক্ষুদে পড়ুয়া । জানিয়েছে ভবিষ্যতে ডাক্তার হয়ে সমাজের সেবা করতে চায় সে। সালার থানার অন্তর্গত পুনসীগ্রামে তার বাড়ি । বিজ্ঞান শাখায় পড়াশোনা শুরু করেছে এই খুদে প্রতিভাবান ছাত্র। এদিনের মাধ্যমিক রেজাল্ট ফল ঘোষণার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা যায় প্রত্যেকটা স্কুলের গেটে ছাত্রটিকে অভিভাবকদের ভিড় লক্ষ্য করা যায় যদিও ফল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে ফলাফল আগেই জেনে যায় । কিন্তু মার্কশিট সংগ্রহের জন্য স্কুলগুলোতে ভিড় করে ছাত্র থেকে অভিভাবকরা।
একনজরে সালার ব্লকের ফলঃ
*সালার এডওয়ার্ড জাকারিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ
মোট পরীক্ষার্থী ২১৪ জন
পাস করেছে :২০৩
সর্বোচ্চ নম্বর : ৫৪৯
রেজাউল করিম
*সালার সালেহ মেমোরিয়াল স্কুল :
মোট পরীক্ষার্থীর ২৩ জন
পাস করেছে ২২ জন
সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৫৯১ অরিন্দম মৈত্র
*গভর্মেন্ট মডেল স্কুল ভরতপুর -২
মোট পরীক্ষার্থী ৭ জন
পাস করেছে ৭ জন
*টেয়া শান্তিসুধা বিদ্যামন্দির
মোট পরীক্ষার্থী ২০৪ জন
পাস করেছে ২০২ জন
সর্বোচ্চ দেবপ্রিয় দত্ত
প্রাপ্ত নম্বর ৬১৭
*বনদিযাবাদ মহারাজা হাই স্কুল
মোট পরীক্ষার্থী ১০৮ জন
পাস করেছেন ১০৪ জন
সর্বোচ্চ সৌমি ঘোষ
প্রাপ্ত নম্বর ৬৩৫
*সালু হাই স্কুল
মোট পরীক্ষার্থী ৮৫ জন
পাস করেছে ৭৮ জন
সর্বোচ্চ সুমন আলী
প্রাপ্ত নম্বর ৬৩৮
*সালার কে কে গার্লস
মোট পরীক্ষার্থী ২৩২ জন
পাস করেছে ২১০জন
সর্বোচ্চ তাহসিনা ইয়াসমিন
প্রাপ্ত নম্বর ৬৫০
*আউচা মাখালতোর সেনপাড়া নেতাজি হাই স্কুল
মোট পরীক্ষার্থী ১০১ জন
পাস করেছে ১০০ জন
সর্বোচ্চ: তোজো শেখ
প্রাপ্ত নম্বর: ৬৪৫
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584