সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
নবম ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে নব সদস্যদের নিয়ে পঞ্চায়েত সমিতি দখল নিল তৃনমূল।১১ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃনমূলের দশটি একটি পঞ্চায়েত দখলে রাখে সিপিএম। অন্যদিকে মগরহাট এক নম্বর ব্লকের ৩৩ টি পঞ্চায়েত সমিতির মধ্যে বত্রিশটি আসনে জয়লাভ করে তৃনমূল। একটি আসনে জয়লাভ করে বিজেপি।মগরাহাট ১ পঞ্চায়েত সমিতি পুনরায় দখল নেয় তৃনমূল।পঞ্চায়েত প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতি সভাপতি সহসভাপতিদের নিয়ে হুড খোলা গাড়ি করে বাজার পরির্দশন করে রাজ্যর সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা ।
সভাপতি হন মিনুফা বেগম।সহসভাপতি মানবেন্দ্র মন্ডল।উস্থির বাজারে মগরাহাট পশ্চিম বিধায়ক অরফে মন্ত্রী গিয়াস মোল্লা বিজয়ী সদস্যদের নিয়ে পরিদর্শন করেন।বাকি কাজ সম্পূর্ন করার প্রত্যাশা মন্ত্রীর।উন্নয়নকে হাতিয়ার করে আবারো ক্ষমতা আসার পরিকল্পনা সভাপতি মিনুফা বেগম থেকে সহসভাপতি মানবেন্দ্র মন্ডল।
আরও পড়ুনঃ আদলত চত্বর থেকে পালালো বিচারাধীন বন্দী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584