নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
এই বছরটা বিশ্ববরেণ্য চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী। করোনা কালে খুব বড় অনুষ্ঠান করা না করা গেলেও, ব্যক্তিগত উদ্যোগে বেশ কিছু অন্যরকম উদ্যোগ নজর কাড়েছে।
তার মধ্যে পল্লবী সিংহ রায়ের গ্লাস পেন্টিং একটি। সত্যজিতের অমর সৃষ্টির বেশ কিছু নিদর্শন শিল্পী স্বয়ং তুলে দিলেন সন্দীপ রায়ের হাতে। শিল্পী পল্লবী তাঁর ছবিগুলিকে ‘রোদ্দুর’ নামে পরিচিতি দেন।
ছবিগুলির মধ্যে ‘পথের পাঁচালী’র অপু-দুর্গার বৃষ্টি ভেজার দৃশ্য, গুপী-বাঘার এক সঙ্গে গান গাওয়ার মুহূর্ত, ‘জয় বাবা ফেলুনাথ’-এর ভেল্কির খেল দেখানোর বোর্ডের ডিজাইন, সত্যজিতের মুখের প্রতিকৃতি গ্লাসের উপর নানা রঙে ফুটিয়ে তুলেছেন শিল্পী।
এই বিশেষ বছরে এমন উপহার পেয়ে বেশ খুশি স্বয়ং সন্দীপ রায়। তিনি জানান- “খুব ভাল লাগল। গ্লাস পেন্টিং যে আগে দেখিনি তেমনটা নয়। কিন্তু বাবাকে নিয়ে এমন কাজ এই প্রথম হল। এই কাজগুলো একদম অন্যরকমের। বাবাকে নিয়ে এরকম কাজ পল্লবী আগামী দিনেও করুক আমার আগাম শুভেচ্ছা রইল। এরকম কাজ একত্রে এনে প্রদর্শনীও করা যায়।”
আরও পড়ুনঃ কবিগানের জলসায় আসছে ‘অ্যান্টনি কবিয়াল’
পল্লবী পেশাগতভাবে শিক্ষিকা হলেও গ্লাস পেন্টিংস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। তিনি জানান- “সন্দীপ বাবু যে ভাবে আমার কাজের তারিফ করলেন তাতে আমি খুবই খুশি। কখনো ভাবিনি এমন একটা প্রাপ্তি জীবনে হবে। আমার ছেলের নাম রোদ্দুর, ওর নামেই আমি ছবিতে ইনিশিয়াল করি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584