বিক্ষোভের বাতাবরণেই শহরে আগমন প্রধানমন্ত্রীর

0
73

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

বিক্ষোভকালীন পরিস্থিতিতেই কলকাতায় এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতা বিমানবন্দরের বাইরে পড়ুয়াদের পাশাপাশি কংগ্রেস-সহ কয়েকটি সংগঠন তুমুল বিক্ষোভ করছে বলে সূত্রের খবর।

go back slogan to pm narendra modi | newsfront.co
‘গো ব্যাক মোদি’ দিয়ে বিক্ষোভের সূচনা শহরে। চিত্র সৌজন্যঃ এএনআই

মূলত ‘গো ব্যাক মোদি’ স্লোগানেই মুখরিত হয়েছে শহরের রাজপথ। এদিকে শনিবার সকালে উত্তর থেকে দক্ষিণ কলকাতা জুড়ে সর্বত্র মোদি বিরোধী বিক্ষোভে নামে পড়ুয়ারা। এ দিন গোলপার্ক, যাদবপুর, ধর্মতলা, কলেজ স্ট্রিটে পিলপিল করছিল প্রতিবাদীদের মাথা।

আরও পড়ুনঃ কেরলে শীর্ষ আদালতের নির্দেশে বহুতল ভাঙার নির্দেশ

এদিকে কলকাতা সফরে এসে প্রধানমন্ত্রী যে খুশি তা তাঁর টুইটেই প্রকাশ পেয়েছে। এ দিন প্রধানমন্ত্রী জানান, আজ এবং আগামীকাল এই দু’দিনের জন্য পশ্চিমবাংলায় উপস্থিত থাকতে পেরে আমি খুশি। স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে রামকৃষ্ণ মিশনে যাওয়া নিয়ে আমি খুবই আশাবাদী। এই জায়গাটির একটি আলাদা বিশেষত্ব আছে।

সিএএ-বিরোধী পরিস্থিতিতে শহরে পৌঁছেই বিক্ষোভকারীদের উষ্মার মুখে প্রত্যক্ষ ভাবে প্রধানমন্ত্রীকে পড়তে হবে কি না তার জন্য সতর্ক রয়েছে কলকাতা পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here