কর্নাটক যেন ‘গো রক্ষা বিল’ কার্যকরী না করে, গোয়ার মুখ্যমন্ত্রীকে আর্জি মাংস বিক্রেতাদের

0
74

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

কর্ণাটক সরকারকে ‘গো রক্ষা বিল’ কার্যকরী না করার অনুরোধ করুন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তকে আবেদন গোয়ার গো-মাংস বিক্রেতাদের। বহু বিতর্কের সত্বেও গত সপ্তাহে কর্ণাটকের বিধানসভায় পাশ হয় ‘গো রক্ষা বিল’।

Pramod Sawant | newsfront.co
প্রমোদ সাওয়ান্ত। ফাইল চিত্র

গোয়ার কুরেশি মিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী সাওয়ান্তকে একটি চিঠি লিখে আর্জি জানানো হয় যাতে কর্ণাটক সরকারের কাছে তিনি অনুরোধ জানান বিলটি আইনে পরিণত না করার জন্য। গোয়ার বাসিন্দাদের মধ্যে গোমাংস খুবই প্রচলিত খাদ্য। এছাড়া বহু বিদেশি পর্যটক আসেন গোয়ায় স্বাভাবিক ভাবে গোমাংসের চাহিদা আরও বাড়ে তখন।

আরও পড়ুনঃ বাংলাদেশ ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ বার্তা মোদী-হাসিনার

সামনেই উৎসবের মরশুম, এখন যদি কর্ণাটক সরকার গোমাংস সরবরাহ বন্ধ করে সেক্ষেত্রে সমস্যা সৃষ্টি হবে।আইনটি কার্যকর হলে,পাশাপাশি সমস্যায় পড়বে কর্ণাটকের কৃষকরা। বৃদ্ধ, অসুস্থ গরুগুলি তারা সেক্ষেত্রে বিক্রি করতে পারবে না। আর্থিক বোঝা বাড়বে তাদেরও, চিঠিতে লিখেছে কুরেশি মিট ট্রেডার্স অ্যাসোসিয়েশন।

আরও পড়ুনঃ কেন্দ্রকে নয়া কৃষি আইন স্থগিত রাখার পরামর্শ সুপ্রিম কোর্টের

আইন ভঙ্গ করলে, ৩ থেকে সাত বছরের জেল এবং ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, অথবা জেল ও জরিমানা দুইই হতে পারে। আইনের অন্যধারা অনুযায়ী, জরিমানা ১০ লক্ষ টাকাও ধার্য হতে পারে এবং হাজতবাসের মেয়াদ হতে পারে সাত বছর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here