নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
কুলিক বনাঞ্চলের মতো এবারও গোয়ালপোখর থানা চত্বরে প্রচুর পরিযায়ী পাখি আস্তানা তৈরি করেছে। বেশ কয়েক বছর ধরে ভিড় করছে কয়েক হাজার ভিনদেশি পরিযায়ী পাখি। এবার গোয়ালপোখরে একমাস আগেই সদলবলে হাজির ভিনদেশি পাখিরা। কম্বোডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার এবং দক্ষিণ ভারত থেকে আসা পাখিদের ভিড়ে গমগম করছে থানা চত্বর।
কুলিকের পাশাপাশি তার সঙ্গে পাল্লা দিয়ে গোয়ালপোখর থানা চত্বরে বড় বট গাছগুলিতে ওপেন বিল স্টক, নাইট হেরন, ইগ্রেট ও করমোরেন্ট প্রজাতির পাখিদের দেখা মিলছে। এই বিষয়ে রায়গঞ্জের ডিএফও সোমনাথ সরকার বলেন, “সার্কভুক্ত বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মাইল পেরিয়ে ফি বছর বিভিন্ন প্রজাতির পাখি এখানে বংশবৃদ্ধি করতে আসে।
আরও পড়ুনঃ এবার রায়গঞ্জে রামকৃষ্ণ আশ্রম অধিগ্রহণ বেলুড়ের
তারা জুলাই-ডিসেম্বর পর্যন্ত এখানে থাকে। কিন্তু এবার তারা একমাস আগেই চলে এসেছে। এটা আমাদের কাছে খুবই খুশির খবর।” কয়েক বছর ধরে গোয়ালপোখরে আস্তানা গাড়ছে এই সমস্ত পাখি। আগে এলাকায় অনেকেই পাখি মারতেন, কিন্তু মানুষ এখন সচেতন। তারা পাখিদের আপন করে নিয়েছেন, বলেই মত সোমনাথ বাবুর।
গাছগুলি গোয়ালপোখর থানা চত্বরে থাকায় পাখি শিকারিরা হানা দিতে সাহস পায় না। এছাড়া পাখিগুলি এলাকায় থানার পাখি বলে পরিচিত। গোয়ালপোখর থানার ওসি বিশ্বনাথ মিত্র জানান, “পাখিগুলি আমাদের থানার অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই থানায় পাখি দেখতে আসেন।” তবে, গোয়ালপোখরের মতো প্রত্যন্ত এলাকাতেও পাখিদের নিয়ে আলাদা পর্যটন কেন্দ্র তৈরির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584