বজ্রাহতে মৃত ছাগল,অল্পের জন্য প্রাণে বাঁচল পালক

0
153

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বজ্রাঘাতে কোনোরকমের পালক নিজের জীবন নিয়ে ফিরে এলেও ঘটনাস্থলেই মারা গেল ছয়টি ছাগল। মৃত্যুর সঙ্গে লড়াই করছে আরও চারটি ছাগল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার মানসিংহ গ্রামে।

goat dead for thunderstorms
মৃত ছাগল।নিজস্ব চিত্র

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, সোমবার মাঠে নিজের ছাগল নিয়ে ছাগল চরাচ্ছিলেন মানসিংহ গ্রামের শম্ভু হাঁসদা। এমন সময় হঠাৎ করে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হলে ছাগলগুলি বিভিন্ন গাছের নীচে আশ্রয় নেয়। এক গাছের নীচে আশ্রয় নেই শম্ভুও। সেই সময় বজ্রপাত হয় একটি গাছে। সেই গাছের নীচে আশ্রয় নিয়েছিল দশটি ছাগল। আর সেই গাছের থেকে মাত্র ৫০ ফুট দূরে অন্য একটি গাছের নীচে আশ্রয় নিয়েছিল শম্ভু।

আরও পড়ুনঃ বুনো হাতির তাণ্ডবে বিপর্যস্ত ফালাকাটা

বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যায় ছয়টি ছাগল। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও চারটি। ঘটনায় হতভম্ব হয়ে পড়ে শম্ভু। কোনো রকমে প্রাণ নিয়ে বাড়িতে ফিরে আসে।

goat dead for thunderstorms
নিজস্ব চিত্র

শম্ভু জানায়, “মেঘলা আকাশ ছিলই সকাল থেকেই। কিন্তু ছাগলকে তো আর বাড়িতে বেঁধে রাখা যায়না তাই মাঠের দিকে চরাতে নিয়ে গিয়েই এই দুর্ঘটনা ঘটল। ছয়টি ছাগাল মারা যাওয়াতে আমার আনেক ক্ষতি হলো। তবে প্রাণ নিয়ে বাড়ি ফিরে এসেছি এটাই অনেক।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here