কাঁচের বাক্স থেকে উধাও সরস্বতী প্রতিমা

0
225

শ্যামল রায়,কালনাঃ

god saraswati invisible from mirror box
এখান থেকেই উধাও প্রতিমা।নিজস্ব চিত্র

কালনার শহর ও শহরতলি এলাকায় সরস্বতী পুজোর উৎসব চলে চারদিন ধরে।পুজোর শেষদিনের আগেই মন্ডপ থেকে কাঁচের বাক্স ভেঙ্গে একটি আকর্ষনীয় সরস্বতী মূর্তি চুরির অভিযোগ উঠলো।ঘটনাটি ঘটেছে কালনা থানার ধর্মডাঙ্গা মোড়ে থাকা স্বাধীন সংঘ নামের একটি ক্লাবে।

এই ঘটনায় উদ্যোক্তারা কালনা থানার পুলিশকে বিষয়টি জানিয়েছেন বলে জানান।এই বিষয়ে অন্যতম উদ্যোক্তা ও স্থানীয় শিল্পী বিশ্বজিৎ মন্ডল বলেন,‘দুটো চক দিয়ে ও একটি কাঠের পেনসিলের উপর থাকা কালো অংশের উপর মোট তিনটি সরস্বতী মূর্তি তৈরী করা হয়।একটি কাঁচের বাক্সের মধ্যে সেগুলিকে রেখে তার উপর আতস কাঁচ রাখা হয়েছিলো দর্শকদের দেখার সুবিধার জন্য।

আরও পড়ুনঃ সরস্বতী পুজোয় কম্বল বিতরণ

তার মধ্যে আকর্ষনীয় পেনসিলের মূর্তিটি দর্শকদের বিশেষ নজর কাড়ে।সেটিকে সোমবার রাতে মন্ডপেই ঢেকে রাখা হয়েছিলো।মঙ্গলবার সকালে দেখা যায় যে কাঁচের বাক্স ভেঙ্গে সেটিকে কে বা কারা চুরি করে নিয়েছে।’ক্লাবের সম্পাদক রঞ্জিত বাশার বলেন,‘মন্ডপ থেকে মূর্তি চুরি গেছে।থানায় অভিযোগ জানালে পুলিশ ঘটনাস্থলে আসেন ও তদন্তে নামেন।উপযুক্ত দোষীর শাস্তির দাবি জানাই।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here