শ্যামল রায়,নদীয়াঃ
পাচশো বছর আগে মহাপ্রভু চৈতন্য দেব তার পাদুকা বিষ্ণুপ্রিয়ার কাছে রেখে গিয়েছিলেন। সেই পাদুকা সযত্নে সংরক্ষিত করে রাখা হয়েছে নবদ্বীপের মহাপ্রভু পাড়ায় মহাপ্রভু মন্দিরে। পাদুকা সংরক্ষিত করে রাখা হয়েছে বিষ্ণুপ্রিয়া সমিতির তত্ত্বাবধানে। মহাপ্রভুর সংরক্ষিত করে রাখা সেই পাদুকা বাংলাদেশে পাড়ি দিচ্ছে আগামীকাল মঙ্গলবার। উদ্দেশ্য সম্প্রীতির বার্তা পৌছে দিতে বাংলাদেশ নিয়ে যাওয়া হচ্ছে মহাপ্রভু পাদুকা।
সোমবার বিষ্ণুপ্রিয়া সমিতির সম্পাদক সুদিন গোস্বামী জানিয়েছেন যে এই প্রথম মহাপ্রভুর পাদুকা দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে।
প্রধান উদ্দেশ্য একটাই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বার্তা প্রচার করা।
মঙ্গলবার সকালে কলকাতার দমদম থেকে আকাশপথে বাংলাদেশ ঢাকায় গিয়ে পৌঁছবে পাদুকা। ওখান থেকে কীর্তন সহকারে মহাপ্রভুর মন্দিরে রাখা হবে পাদুকা দুটি। তারপর পাদুকা দর্শনের জন্য সমস্ত ভক্তদের জন্য খুলে রাখা হবে।
মহাপ্রভু তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক।
সর্বধর্ম সমন্বয়ের সাধনকারী মহাপ্রভু সমস্ত ধর্মের কথা সম্প্রীতির বার্তা দিয়ে গেছেন সকলের জন্য।
তাই পাদুকা দুটি বাংলাদেশ নিয়ে গিয়ে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতেই এই ধরনের উদ্যোগ।
পাদুকা দুটি বাংলাদেশ নিয়ে যাওয়ার জন্য সমস্ত রকম প্রস্তুতি শেষ শুধুমাত্র অপেক্ষা রাত পোহালেই কলকাতার দমদম থেকে আকাশ পথে পৌঁছে যাবে মহাপ্রভুর পাদুকা বাংলা দেশে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584