ছাত্রছাত্রীদের মাঠমুখী করে তুলতে খেলার সামগ্রী দান

0
53

নিজস্ব সংবাদদাতা, দিনহাটাঃ

পড়াশুনার পাশাপাশি ছাত্রছাত্রীদের খেলাধুলায় উৎসাহিত করে তুলতে সরস্বতী পুজোর খরচ কাটছাট করে পড়ুয়াদের হাতে খেলার নানা সামগ্রী তুলে দিল দিনহাটার এক গৃহ শিক্ষক।

sports material distribution to students | newsfront.co
ব্যাডমিন্টন র‍্যাকেট তুলে দেওয়া হচ্ছে খুদে পড়ুয়ার হাতে। নিজস্ব চিত্র

সিদ্ধেশ্বর সাহা নামে ওই শিক্ষক বৃহস্পতিবার সরস্বতী পুজোর দিন স্টেশন রোডে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বেশ কয়েকজন খুদে পড়ুয়ার হাতে বিভিন্ন খেলার সরঞ্জাম তুলে দেন।

আরও পড়ুনঃ বেঙ্গালুরুকে দেশের মধ্যে সবচেয়ে ট্রাফিকবহুল শহরের আখ্যা দিল ‘টমটম’

এ দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যকার তপন সাহা, দিনহাটা থানার এএসআই দীপক রায় প্রমুখ। এ দিন শিক্ষক সিদ্ধেশ্বর সাহার প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানের আয়োজন করেন। এ দিন মোট সাত জন পড়ুয়ার হাতে ক্রিকেট ব্যাট, বল, তিনজনের হাতে ব্যাডমিন্টন ও দুইটি দলের হাতে ফুটবল তুলে দেওয়া হয়।

শিক্ষক সিদ্ধেশ্বর সাহা বলেন ছাত্রছাত্রীদের মাঠমুখী করে তুলতেই এই বিশেষ আয়োজন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here