রঙ্গিলা খাতুন, মুর্শিদাবাদঃ
কান্দির পাঁচ থেকে ছয়টি অঞ্চলের মানুষের একমাত্র ভরসা গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে দূর দূরান্ত থেকে চিকিৎসা করাতে আসেন। এখানে পরিষেবা বেশ ভালো তবে ইদানিং এই হাসপাতালের রোগী থেকে শুরু করে হাসাপাতালের স্থায়ী এবং অস্থায়ী কর্মীরা কিছু পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। রোগীর আত্মীয়রা জানিয়েছেন হাসাপাতালে আর্সেনিক মুক্ত জল পাওয়া যায়না, বাইরে থেকে জল কিনে আনতে হয়। তাছাড়া হাসপাতালে ভিতরের শৌচালয়টিও বন্ধ হয়ে পড়ে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালে কয়েকজন কর্মী বলেন ” বাড়ি থেকে জল নিয়ে আসতে হয়, পানীয় জলের খুব প্রয়োজন রয়েছে। ” আজকে বহির্বিভাগে চিকিৎসা করতে আসা অনেক মানুষের অভিযোগ সকাল থেকে রোদের মধ্যে দাঁড়িয়ে থকতে হয় কিন্তু ডাক্তার আসছেন না, বা এলেও খুব কম সব সময়ের জন্য থাকেন।
আরও পড়ুনঃ জলঙ্গী ব্লকে একটি উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সঙ্গে যোগাযোগ করা হলে বলেন ,”ডাক্তারের সমস্যা প্রতিদিন হয়না তবে মিটিং কিংবা বাইরে কোন অনুষ্ঠান থাকলে অসুবিধা হয়।“ আর্সেনিক মুক্ত জলের সমস্যা কথা স্বীকার করে নিয়ে বলেন, “পানীয় জলের ব্যবস্থা আছে কিন্তু সেই জলে আর্সেনিক পাওয়ার পর আপাতত বন্ধ। তবে সকলেই যাতে পরিশুদ্ধ জল পায় তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিছুদিনের মধ্যেই পরিষেবা দেওয়া হবে।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584