নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
দোকানের মালিককে গ্রেফতারের দাবিতে বহরমপুরে অবস্থান বিক্ষোভে বসল স্বর্ণ ব্যবসায়ীরা। রবিবার বহরমপুর খাগড়া সোনাপট্টি এলাকায় স্বর্ণ ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ রেখে দোকান মালিক শবরী চৌধুরীকে গ্রেফতারের দাবিতে অবস্থান বিক্ষোভে শামিল হয়।
দোকান মালিক শবরী চৌধুরী সোনাপট্টি এলাকায় প্রায় ৫০ টি সোনার দোকান ভাড়া দিয়েছেন। এই সমস্ত ভাড়াটিয়া দোকানদারদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেছেন বলে ব্যবসায়ীদের অভিযোগ। তাই বাধ্য হয়ে দোকানদাররা এদিন শবরী চৌধুরীকে গ্রেফতারের দাবিতে বহরমপুর খাগড়া ফাঁড়িতে ডেপুটেশন জমা দেন।
আরও পড়ুনঃ দক্ষিণ দিনাজপুরে নতুন করে ২১ জন করোনা আক্রান্ত
অন্যদিকে দোকানের মালিক শবরী চৌধুরীর অভিযোগ, ভাড়াটিয়া দোকানদাররা তার বাড়িতে ভাঙচুর চালিয়েছে। তাই ব্যবস্থা নেওয়ার জন্য তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি। তিনি আরও জানিয়েছেন, ব্যবসায়ীদের সমস্ত অভিযোগ মিথ্যা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584