নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ব্রিটেনে নিলামে উঠতে চলেছে সোনার পাতে মোড়া মহাত্মা গান্ধীর একটি চশমা। নিলামকারীদের অনুমান, সোনার পাতে মোড়া সেই ঐতিহাসিক চশমার জন্য দাম উঠতে পারে অন্তত ১০ হাজার থেকে ১৫ হাজার পাউন্ড। ভারতীয় মুদ্রায় যার মূল্য বর্তমানে ৯,৭৯,৫০৬ – ১৪,৬৯,২২৮ টাকার মতো।
এমনটাই দাবি জানিয়েছে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের হ্যানহামের ব্রিস্টল অকশান সংস্থা। জানিয়েছে, গতকাল অর্থাৎ রবিবারই তাদের কাছে এসে পৌঁছেছে এই চশমাটি। তাদের লেটারবক্সে একটি খামে মুড়ে কেউ রেখে গেছেন সেটি, সঙ্গে চশমার ইতিহাস। প্রাথমিক পরীক্ষায় সেটি সত্য বলেই মনে হয়েছে বলে জানিয়েছেন ওই সংস্থার মালিক অ্যান্ডি স্টো।
জানা গেছে, ইংল্যান্ডের এক অজ্ঞাতপরিচয় ব্যবসায়ী পৌঁছে দিয়েছেন চশমাটি। তিনি জানিয়েছেন, তাঁর বাবা তাঁকে বলেছিলেন, তাঁর কাকা অর্থাৎ ওই ব্যবসায়ীর দাদু যখন ১৯১০ থেকে ১৯৩০ সাল পর্যন্ত সাউথ আফ্রিকায় কাজ করতেন ব্রিটিশ পেট্রোলিয়ামের হয়ে, তখন তিনি এই চশমাটি উপহার পান মোহনদাস করমচাঁদ গান্ধীর কাছ থেকে। সেটিই উত্তরাধিকার সূত্রে তিনি পেয়েছেন এবং মনস্থির করেছেন সঠিক জায়গায় ফিরিয়ে দেবেন।
আরও পড়ুনঃ জুলাই ২০২১ পর্যন্ত বাড়ি থেকেই কাজ ফেসবুক কর্মীদের
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, চশমাটির দুটি ডান্ডা সোনার জল করা, দুটি কাচ জোড়া লাগানোর ছোট্ট ধাতব টুকরোটিও সোনার জলের রঙ করা পাত দিয়ে মোড়া। শোনা যায় গান্ধীজি প্রায়ই তাঁর ব্যবহৃত জিনিসপত্র তাঁর পরিচিতদের উপহার হিসেবে দিতেন। এই চশমাটিও সেরকম ভাবেই ওই ব্যবসায়ীর দাদু পেয়েছিলেন বলে মনে করা হচ্ছে। তার পরে বংশ পরম্পরায় হাত বদল হয়েছে।
আরও পড়ুনঃ বাংলাদেশ পুলিশের ‘মানবিক’ তকমায় কালিমা
ওই সংস্থার আধিকারিক অ্যান্ডি স্টো জানান, ঔই চশমাটির দাম কত হতে পারে জেনে তিনি চমকে উঠেছিলেন। চশমাটি অনলাইনে দাম উঠেছিল ৬ হাজার পাউন্ড। আগামী ২১ অগাস্ট অনলাইনে এই ঐতিহাসিক চশমাটির নিলাম শুরু হতে চলেছে। ইতিমধ্যেই চশমাটির ব্যাপারে অনেক মানুষ আগ্রহ দেখিয়েছেন, বিশেষ করে ভারত থেকে অনেকেই খোঁজ করেছেন।
অ্যান্ডির কথায়, “আমরা সময়কাল মিলিয়ে দেখেছি, যা সম্পূর্ণ মিলে যাচ্ছে ব্যবসায়ীর বক্তব্যের সঙ্গে। এমনকি চশমাটি কোন সময় ব্যবহৃত হয়েছিল সেটাও মিলিয়ে দেখা হয়েছে। মনে করা হচ্ছে, চশমাটি সম্ভবত গান্ধীজির একদম প্রথম দিককার চশমা। সে সময়ে তিনি অনেককেই নিজের অনেক জিনিস দিয়ে দিতেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584