পঞ্চাশ ছুঁই ছুঁই সোনা, বেড়েছে রূপোর দামও

0
63

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

সোনার দাম বেড়ে ৫০ হাজার টাকা ছুঁয়েছে গত সপ্তাহেই। মাথায় হাত পড়েছিল বহু মানুষের। যাঁরা, করোনার আবহে ছেলে-মেয়ের বিয়েতে পাত পেড়ে খাওয়ানোর কথা না-ভাবলেও, মেয়ে বা বাড়ির নতুন বৌকে সোনার গয়নায় সাজিয়ে দেওয়ার ব্যাপারে বিন্দুমাত্র খামতি রাখতে চান না। সেই সঙ্গে তাঁদেরও, যাঁরা শেয়ার, ফান্ডে লগ্নির অনিশ্চয়তা এড়াতে সঞ্চয় চান সোনায়।

Gold ornaments | newsfront.co
প্রতীকী চিত্র

বুধবার তাঁদের রক্তচাপ আরও বাড়িয়ে কলকাতায় প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা জিএসটি-সহ ছুঁয়েছে ৫১ হাজার ৩৪১ টাকার রেকর্ড উচ্চতা। মঙ্গলবার যা ছিল ৪৯ হাজার ১৭০ টাকা। এদিন ৪৭ হাজার টাকা পেরিয়ে যায় গয়না সোনা অর্থাৎ ২২ ক্যারেট গয়নার সোনার দর। বুধবার ১০ গ্রামের দর ছিল ৪৭ হাজার ১২০ টাকা। সোনার সঙ্গে তাল মিলিয়ে দৌড়োচ্ছে রুপোও।

আরও পড়ুনঃ ১০৯ টি রুটের ১৫১টি ট্রেনকে বেসরকারি সংস্থার হাতে দিতে চেয়ে খোঁজ শুরু

এ দিন প্রতি কিলোগ্রাম রুপোর বারের দাম দাঁড়িয়েছে ৫১ হাজার ৯৫১ টাকা। সাম্প্রতিককালে এতটা চড়তে দেখা যায়নি একে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা মহামারীর কারণে বিশ্ববাজার এখনও অস্থির। তাই নির্ভরযোগ্য এবং ঝুঁকিহীন বিনিয়োগ হিসাবে সোনাতেই লগ্নির প্রবণতা বাড়ছে। যার প্রভাব পড়ছে দামে। অবস্থা সামাল দিতে গয়না কেনার বাজেট ছাঁটছেন অনেকে। কেউ কেউ বিয়ের দিন পিছোচ্ছেন। আশা, যদি নামে দাম।

আরও পড়ুনঃ ফের বাড়লো ভুর্তুকিহীন রান্নার গ্যাসের দাম

তবে সেই আশা কতটা মিটবে, বলবে সময়। অন্যদিকে, সংশ্লিষ্ট মহলের দাবি, রূপোর দাম বৃদ্ধির জেরে ভুগবে বহু শিল্প। বৈদ্যুতিন যন্ত্রপাতি, গাড়ির দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা তৈরি-সহ যে সব ক্ষেত্রে ব্যবহৃত হয় এই ধাতু। দামি সোনার গয়না থেকে মুখ ফিরিয়ে যাঁরা রুপোর দিকে ঝুঁকেছেন, আতান্তরে তাঁরাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here