নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
পাত্রসায়ের আমরা ক-জন ক্লাবের কালী পুজোর এবারের থিম স্বর্ণ মন্দির।প্রতিবছরই থিমের চমক দিয়ে থাকেন পাত্রসায়ের আমরা ক-জন ক্লাবের সদস্যরা।
থিমের চমক দিয়ে এবারও ক্লাবের সদস্যরা নজর কেরেছেন।১৩ বছরে পদার্পন করলো তাদের এই পূজো। তাদের এবছরের থিম ” স্বর্ণ মন্দির “।
পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরের আদলে তৈরী করা হয়েছে।এর পাশাপাশি এই মন্দিরের আরও একটা বিশেষ আকর্ষণ রয়েছে সমাজে সংস্কৃতির বার্তা পৌঁছে দিতে মন্দিরের একেবারে উপরে একদিকে যেমন রয়েছে হিন্দু মন্দিরের চূড়া তেমনি অন্যদিকে রয়েছে মসজিদের চূড়া, হিংসা নয় মিলেমিশে একসাথে একে অপরের হয়ে বেঁচে থাকাটাই বাংলার ঐতিহ্য।
আর তাই তারা সেই ঐতিহ্যকে মানুষের সামনে থিমের মধ্য দিয়ে তুলে ধরেছেন ক্লাবের সদস্যরা।রীতিমত বাঁকুড়া জেলার নজর কেরছে এই প্যাণ্ডেল ।
আরও পড়ুনঃ গঙ্গাবাগ ব্যায়াম মন্দিরে মহাকালীর পূজার সূচনা চতুর্দশীতে
আমরা ক-জন ক্লাবের সদস্য তথা পাত্রসায়ের ব্লক সভাপতি পার্থপ্রতিম সিংহ বাবু বলেন , হিন্দু মুসলিম সস্পৃতির বার্তা বহন করছে এই মন্দির ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584